দু-লক্ষ নিষিদ্ধ গাড়ির ধোঁয়ায় আটক কলকাতার বাতাস

২০০৮ সালে কলকাতা হাইকোর্ট একটি রায়ে ১৫ বছরের বেশি পুরোনো যানবাহনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু, তারপরেও অসংখ্য পুরোনো গাড়ি নির্বিচারে চলছে কলকাতার রাস্তায়। সম্প্রতি, পরিবহন মন্ত্রক থেকে প্রকাশিত হয়েছে একটি হলফনামা। সেখানে বলা হয়েছে, কলকাতা শহরে প্রায় ২১ লাখ ৯৩ হাজার ৩৭৬টি পুরোনো গাড়ি চলছে। এর মধ্যে ২ লক্ষ গাড়ির আয়ু পেরিয়ে গেছে। শুধু তাই নয়, ১৫ বছরের বেশি পুরোনো যানবাহনের সংখ্যাও নাকি বিপুল। তাদের নাম কলকাতার আঞ্চলিক পরিবহন অফিসগুলিতে নথিভুক্ত হয়েছে। প্রখ্যাত পরিবেশকর্মী সুভাষ দত্তের বায়ুদূষণের পরিপ্রেক্ষিতে তোলা একটি মামলার ভিত্তিতে সেইসব হলফনামাগুলি পাঠানো হয়েছে ন্যাশানাল গ্রিন ট্রিবিউনালে।

সুভাষবাবুর মতে, কলকাতায় এই বিশাল সংখ্যক পুরোনো যানবাহনের চলাচল খুবই আশ্চর্যজনক ঘটনা! কারোরই অজানা নয়, ডিজেল চালিত যান কীভাবে পরিবেশের ক্ষতি করে। হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটে চলেছে, তা নিয়ে যথেষ্ট বিচলিত তিনি।

Latest News See More