স্মৃতিশক্তির জোরেই ২১০০ অপরাধীকে গ্রেপ্তার, বিস্ময়-মস্তিষ্ক ইংল্যান্ডের পুলিশ অফিসারের

রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন একজন কর্তব্যরত পুলিশ অফিসার। এমনটা তো দেখাই যায়। কিন্তু এই পুলিশ অফিসারের সদা জাগ্রত দৃষ্টি বাকিদের থেকে একটু আলাদা। যে কোনো পলাতক আসামীর পক্ষেই তাঁর দৃষ্টি ফাঁকি দেওয়া এক কথায় অসম্ভব। যে ছবি তিনি একবার দেখেছেন, তা তাঁর মস্তিষ্কে স্থায়ীভাবে থেকে যায়। এমনকি সেই আসামী মুখে মাস্ক পরে সামনে হাজির হলেও তাকে চিনতে অসুবিধা হয় না ইংল্যান্ডের অফিসার অ্যান্ডি পোপের।

ডিসেম্বর মাসে ব্রিটেনের অ্যামপ্লিফন অ্যাওয়ার্ডস ফর ব্রেভ ব্রিটনস পুরস্কারের তালিকায় উঠে এল অ্যান্ডি পোপের নাম। বিগত তিন বছরের মধ্যে ২১০০ আসামীকে গ্রেপ্তার করেছেন তিনি। কোনো বৈদ্যুতিন প্রযুক্তি নয়, শুধু প্রখর দৃষ্টিশক্তি এবং অবিস্মরণীয় স্মৃতিশক্তিই তাঁর একমাত্র অস্ত্র। একবার সিসিটিভিতে কোনো অপরাধীর ছবি দেখলেও বাস্তবের মানুষটির সঙ্গে মিলিয়ে নিতে তাঁর সময় লাগে না। তবে এই ক্ষমতার পিছনে যে কী রহস্য, তা নিজেও জানেন না পোপ।

সারা বিশ্বের বাছাই করা ২০ জন পুলিশ অফিসারকে নিয়ে তৈরি আন্তর্জাতিক আইডেন্টিফিকেশন দলেরও অন্যতম সদস্য তিনি। ২০১৮ সালে তাঁর হাতে ধরা পড়েছিল ১ হাজারের বেশি আসামী। ২০২০ সালে লকডাউনের কারণে রাস্তাঘাট ফাঁকাই থেকেছে। তবু এর মধ্যেই ৪০০ জনের বেশি আসামীকে গ্রেপ্তার করেছেন তিনি। এর মধ্যে একদিনে ১৬ জনকে গ্রেপ্তার করার রেকর্ডও তৈরি করেছেন। ইংল্যান্ড পুলিশ বিভাগের মধ্যে এমন আলোচনাও উঠে এসেছে, অ্যান্ডির মৃত্যুর পর তাঁর মস্তিষ্ক নিয়ে নাকি গবেষণা করা হবে। সত্যিই এক বিস্ময়ের নাম অ্যান্ডি পোপ।

Powered by Froala Editor

Latest News See More