ধান খাওয়ার 'শাস্তি', বিষপ্রয়োগে হত্যা পাখিদের

প্রতিটি প্রাণীই দিনের শেষে খিদের জ্বালায় ভোগে। খাবারের খোঁজ তাই জীবজগতের আদিমতম বৃত্তিগুলির একটি। মানুষই হোক বা পশুপাখি বা উদ্ভিদ, খাবারের সন্ধানে রত সকলেই। কিন্তু খাওয়ার অপরাধে বিষ দেওয়া? তাও নিরীহ পাখিদের? হ্যাঁ, এমন অমানবিক কীর্তিই ঘটিয়েছেন মনুষ্যপ্রজাতির এক সদস্য।

চাতালে শুকাচ্ছিল ধান। কয়েকটি পাখি এসে সেই ধান খেতে শুরু করে। ধান ঢাকার প্লাস্টিকও ঠুকরে ছিঁড়ে ফেলে। সেই রাগেই চাতাল মালিক পরদিন সকালে চাতালে বিষ ঢেলে রাখে। মারা যায় ২৯টি বাবুই, ২৪টি ঘুঘু, ১টি কোয়েল, ২টি সারস ও ১টি পায়রা – মোট ৫৭টি পাখি। এমন ঘটনাই ঘটেছে বাংলাদেশের লালমনিরহাট জেলার কুলাঘাট রোডের সিটি রাইস মিলস লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের চাতালে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর।

এরপর মাহবুব হাসান নামের এক যুবক মৃত পাখিগুলোর ছবি তুলে তাদের মৃত্যুর বিচার চেয়ে পোস্টার লাগান। পরে মৃত পাখিগুলোর ছবি তিনি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন। তদন্ত করে অপরাধের সত্যতা মেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবীর অভিযুক্তকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাবাসের দণ্ডাদেশ দিয়েছেন।

Latest News See More