গৌরাঙ্গ মণ্ডলের তিনটি কবিতা

সম্ভ্রম

আত্মাহীন গাছ, তারও থাকে
ব্যথা খুলে দাঁড়ানোর দায়

অপমানে মুগ্ধ হতে হতে
মাথা উঁচু রেখে আজও ঘুমোবে বলেই
এ তল্লাট বালিশে গড়ায়



ঘুম ও অন্যমনস্ক স্টেশন

পাতাল পাতাল রব, ফিরে এল উদ্দেশ্য আমার
ঘৃণায় লিখিনি জল, দু'পা সরলে দেখি
দূরত্বেও দীর্ঘ হয় স্নান

সেখানে প্রাকৃত হাওয়া, কূটবুদ্ধি, স্নিগ্ধ প্রতারণা
কোমল আঁতাত নিয়ে ঢুকে পড়ে হ্লাদিনীর ঘ্রাণ

আমিও তো মৃত্যুমুগ্ধ, যাত্রীর জীবনে
টের পাইনি কখন যে বয়ঃসন্ধি ছাড়িয়ে এলাম



অশনি ওম

কেউ আছে। যেভাবে রাতের জন্য কাৎ
যেভাবে ভুলের জন্য ভাণ
যেভাবে শোকের জন্য শোক

নেহাতই ভেতর ঝরে খাক

নির্বান্ধব করো ।হীনমুগ্ধ করো ছল

অপেক্ষা.. অপেক্ষা..

অপেক্ষার চেয়ে কেউ একলা হয়ে এল

জড়িয়ে ধরতেই জড়
সরে দাঁড়াতেই             বিষণ্ণতা
                                    মানুষকে মাথা নিচু করতে শেখাল

More From Author See More

Latest News See More