প্লাস্টিক-বর্জ্য বদলে যাবে জলে, নয়া ব্যাকটেরিয়ার খোঁজ

সমুদ্রে দূষণের মাত্রা ক্রমশ বাড়ছে। এ নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, ২০৫০ সালে সমুদ্রে মাছের থেকে প্লাস্টিকের সংখ্যা বেশি থাকবে। এর ফলে ইতিমধ্যেই বাস্তুতন্ত্র পরিবর্তিত হতে শুরু করেছে।

দূষণ কমাতে তাই দুই তরুণীর নতুন আবিষ্কার এক ধরণের ব্যাকটেরিয়া। সম্প্রতি জেনি আও এবং মিরান্ডা ওয়াং এক ধরণের ব্যাকটেরিয়া তৈরি করেছেন, যা প্লাস্টিককে কার্বন ডাই অক্সাইড ও জলে রূপান্তরিত করবে।

স্কুল জীবন থেকেই এই দুই তরুণী তাঁদের গবেষণা চালিয়ে এসেছেন। এতে খরচ হয়েছে প্রায় চারশো হাজার ডলার। ইতিমধ্যেই যুগান্তকারী এই আবিষ্কার এর জন্য বছর কুড়ির দুই তরুণী পেয়েছেন ৫ টি পুরস্কার।

মিরান্ডার কথায়, প্লাস্টিকের ব্যবহার খুব দ্রুত কমানো প্রায় অসম্ভব ব্যাপার, তাই তাঁরা আবিষ্কার করেছেন এই টেকনোলজি। এর মূলত দুটি অংশ। প্রথমত, প্লাস্টিককে দ্রবীভূত করে উৎসেচনের সাহায্যে নমনীয় করা ফেলা হবে। এরপর এটিকে বায়োডিজাস্টার স্টেশনে রেখে দেওয়া হবে অবশিষ্ট খাদ্যের মত। এই টেকনোলজির সাহায্যে, প্লাস্টিক থেকে জল হতে সময় লাগবে মাত্র ২৪ ঘণ্টা।

অন্যভাবে বিজ্ঞানকে ব্যবহার করে দূষণের হার কমানোর এই প্রয়াস সত্যিই আশাজনক।