প্রতি রবিবার একজন লোক বাড়ি বাড়ি আসে। বাড়ির পুরনো কাগজ, কার্ডবোর্ড, শিশি— এইগুলো সংগ্রহ করে। বদলে যার থেকে সংগ্রহ করে, তাকে ওজন হিসেবে টাকা দেয়। কলকাতা, বিশেষ করে একটু মফস্বলের দিকে এই দৃশ্য আমরা প্রত্যেকেই কমবেশি দেখেছি। ঠিক যেমন দেখেছিলেন নবীন মারিয়ান। তারপর, ইউরেকা! মাথায় এসে গেল নতুন আইডিয়া।
কিন্তু আইডিয়াটা কী? জঞ্জাল সংগ্রহ করার। হ্যাঁ, ব্যাঙ্গালোরের তরুণ নবীন ঠিক এই পদ্ধতিতেই তিন বছর আগে বাড়ি বাড়ি জঞ্জাল সংগ্রহ করার কাজ শুরু করেছিলেন। যে বাড়ি থেকে সংগ্রহ করেন, জঞ্জালের ওজন হিসেবে তাদের টাকাও দেন। আর এই অভিনব উপায়টাই তাঁর মাথায় এসেছিল সেই কাগজওয়ালাকে দেখে। নবীন নিজে একটি স্টার্ট আপও শুরু করে ফেলেছেন। নাম ‘খালিবোতল’। যে সমস্ত জিনিস আবারও ব্যবহার করা যাবে, সেই সমস্ত জিনিস সংগ্রহ করে তাঁর স্বেচ্ছাসেবকরা। মোট ৩৬টি কমপ্লেক্স থেকে জঞ্জাল সংগ্রহ করে ‘খালিবোতল’। বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকে-র সঙ্গে যুক্ত হয়ে এই কাজের পরিধিকে আরও বাড়িয়ে দিয়েছেন নভিন। জঞ্জালজনিত যাবতীয় সমস্যাকে এভাবেই মোকাবিলা করতে চান তিনি, আর তাঁর ‘খালিবোতল’।