২ কেজি প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যাচ্ছে ১ কেজি চাল

রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ দেশই সামুদ্রিক দূষণের জন্য দায়ী। শুধু তাই নয়, রিপোর্ট অনুযায়ী ফিলিপাইন প্রতিবছর ২.৭ মিলিয়ন টন প্লাস্টিক উৎপন্ন করে যার মধ্যে ২০% প্লাস্টিক নিক্ষেপ করা হয় সমুদ্রে।

শুধু প্লাস্টিক সমস্যাই নয়, ফিলিপাইনের আরো বড় সমস্যা হল দারিদ্র্য। বায়ানান গ্রামের অধিকাংশ মানুষই চাল কিনতে পারেন না অর্থনৈতিক দৈন্যের কারণে। এক কিলো চালের দাম ৭০ সেন্ট। অনেকেরই তা কেনার সামর্থ্য নেই। তাই গ্রামের প্রধানরা মিলে গ্রামে নিয়ে এলেন নতুন নিয়ম। দুই কিলোগ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিলে মিলবে ১ কিলো চাল সম্পূর্ণ বিনামূল্যে।

গ্রামের প্রধান আন্দর সান পেড্রো সাংবাদিকদের জানিয়েছেন, ইতিমধ্যেই ২১৪ কেজিরও বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। যেগুলি প্রক্রিয়াকরণের জন্য সরকারি সংস্থাগুলিতে পাঠানো হয়েছে।

এর ফলে একদিকে যেমন রাস্তাঘাটও প্লাস্টিক মুক্ত হল, পাশাপাশি গ্রামবাসীদের খাদ্যসমস্যারও সমাধান হল। আয়োজকদের আশা, তাঁদের সাফল্য হয়তো ফিলিপাইনের অন্যান্য গ্রামগুলিকেও এই উদ্যোগ নিতে উদ্বুদ্ধ করবে।

Latest News See More