আমাদের পরিবেশ এক ভয়ঙ্কর সংকটের মুখে দাঁড়িয়ে এখন। নানা দিক থেকে মানুষ নানানভাবে পরিবেশকে রক্ষার চেষ্টা করছেন। অনেক উদ্যোগ তৈরিও হচ্ছে। যেমন এয়ার নিউজিল্যান্ড পরিবেশের কথা ভেবেই তাদের বিমান ব্যবস্থায় অনেকগুলি পরিবর্তন আনছে।
এমনিতে জেট বিমান চলাচলের সময় প্রতিবার প্রায় ৫৩ পাউন্ড কার্বন ডাই অক্সাইড তৈরি করে। দূষণের মাত্রা এর ফলে ভালোই বৃদ্ধি পায়। কিন্তু জৈব-জ্বালানি যতক্ষণ না বিমান চালনায় ব্যবহৃত হচ্ছে, ততক্ষণ এই ক্ষতি হতেই থাকবে।
তাই এয়ার নিউজিল্যান্ড ঠিক করেছে, যেভাবেই হোক তারা বিমানে প্লাস্টিকের ব্যবহার কমাবে। প্রায় পাঁচ কোটি প্লাস্টিকের সামগ্রী তারা বাদ দিচ্ছে বিমান থেকে। তাতে বিমান হালকা হবে। ওড়ার সময় জ্বালানির খরচও কমবে। এই বাদ-দেওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্লাস্টিকের জল-খাবার গ্লাস, কফির কাপ, সসের প্যাকেট ইত্যাদি। হিসেব করে দেখা গেছে এইসবের ব্যবহার কমলে ১০.৩ মিলিয়ন কার্বন ডাই অক্সাইডের তৈরি হওয়া আটকানো যাবে। যাত্রীরা ওইসব সামগ্রীর পরিবর্তে পুনর্ব্যবহার্য সামগ্রী পাবে।এয়ার নিউজিল্যান্ডের বক্তব্য, এই প্রচেষ্টায় বাতাসে দূষণের মাত্রা কমবে।