প্রকৃতিকে ভালোবাসেন, নিজে কখনও কোনো প্লাস্টিকের জিনিস মাটিতে ফেলেন না, সর্বদা সব কিছু পরিষ্কার রাখেন – এমন ব্যতিক্রমী মানুষ অল্প হলেও রয়েছেন। কিন্তু প্রতিবেশীদের হাজার বলেও প্লাস্টিক ফেলা বন্ধ করাতে পারেননি, এমন উদাহরণ অজস্র। বিভিন্ন সতর্কবাণী দিয়েও সেই একই অবস্থা। অনুপ্রেরণা নিন মেদিনীপুরের ৩৭ বছরের রেঞ্জ অফিসার পাপন মোহান্তের কাছ থেকে।
২০১৬ থেকেই পাপনের পোষ্টিং-এর জায়গার আশেপাশে প্লাস্টিক জমা হয়ে থাকতো। এই জমা প্লাস্টিক বোতলগুলোই কুড়িয়ে, তাতে মাটি ভরে, সুন্দরভাবে বাগান বানিয়েছেন পাপন। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, পাশের গাড়ির সারাই দোকান থেকে টায়ার, এরকম আরো বিভিন্ন ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগিয়ে, তাতে ফুলগাছ রোপণ করে ঝকঝকে এক বাগান গড়েছেন নিজের সরকারি কোয়ার্টারের সামনে।
এর পাশাপাশি, বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সামনে প্লাস্টিকের ক্ষতিকারক পরিণতি, এবং অভিনব উপায়ে বাতিল প্লাস্টিক ব্যবহার করার কথাও বলেন তিনি। প্লাস্টিক নিয়ে সারা পৃথিবীর এমন দুশ্চিন্তার দিনে, পাপনের এই উদ্যোগ পরোক্ষে সচেতনতা বাড়ানোরই প্রয়াস।