সম্প্রতি আগুন লেগে ধ্বংস হয়েছে অস্ট্রেলিয়ার অধিকাংশ বনাঞ্চল। আগুনের কবল থেকে বাদ যাননি সাধারণ মানুষও। ইতিমধ্যেই বহু মানুষ মারা গেছেন আগুনের গ্রাসে, বিলুপ্ত হয়েছে বহু প্রাণী। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই উঠে এল মানুষের এক অন্যরকম লড়াই। বন্যপ্রাণীদের খাবারের জোগান দিতে প্লেন থেকে কয়েকহাজার কিলো গাজর আর মিষ্টি আলু ফেলা হচ্ছে মাটিতে। আর এই কাজটি সম্ভব হয়েছে নিউ সাউথ ওয়েলস ন্যাশানাল পার্ক এন্ড ওয়াইল্ডলাইফের উদ্যোগে।
মূলত ওলগান উপত্যকা, ইয়েংগো জাতীয় উদ্যান, ক্যাঙ্গারু উপত্যকা, ওক্সলে নদীতে এবং কুরানচুবুন্দি জাতীয় উদ্যানের প্রাণীদের খাবার জোগান দিতেই এমন উদ্যোগ নিয়েছেন কর্মকর্তারা। ইতিমধ্যে তাঁরা ২২০০ কেজি টাটকা সবজি প্লেন থেকে মাটিতে ফেলেছেন। বহু প্রাণী আগুনের হাত থেকে ফিরে অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে। চেনা জীবনের বাইরে তাদের বেঁচে থাকা কঠিন হচ্ছে দিনকেদিন। তাদের খিদে মেটাতেই এগিয়ে এসেছে নিউ সাউথ ওয়েলস সরকার। ‘অপারেশন রক ওয়াল্লাবাই’ নামের এই উদ্যোগটির মূল উদ্দেশ্য ওয়াল্লাবাই-দের খাদ্য সরবরাহ করা। খরার প্রভাবে এই প্রাণীদের জীবন ক্রমশ দুর্বিষহ হয়ে উঠছে, স্বাভাবিক জীবনযাপন থেকে বেরিয়ে এসে বেঁচে থাকা ক্রমশ কঠিন হয়ে পড়ছে এদের।
ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের তথ্য অনুযায়ী, একশো পঁচিশ কোটি প্রাণীদের মৃত্যু হয়েছে এই দাবানলে। সাম্প্রতিককালে রক ওয়াল্লাবাই-রা বিপন্ন হবার মুখে। তাই পৃথিবীতে তাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টায় রয়েছে প্রশাসন।
সাধারণ মানুষের থেকে সাহায্য নিয়েই খাদ্য সরবরাহ করা হচ্ছে বিভিন্ন প্রাণীদের। এ-কারণে মজুত করা হয়েছে ব্যাগ ভর্তি শস্যও। তবে এত চেষ্টার পরেও, কতদিনে এইসব বন্যপ্রাণী তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাবে, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।