সাদা বরফের ওপর ছড়িয়ে গোলাপি আভা, ইতালির হিমবাহের অবস্থায় চিন্তিত বিজ্ঞানীরা

আল্পস বলতেই আমাদের চোখের সামনে ভেসে আসে বরফের স্তূপ, আর বিস্তীর্ণ সাদা হিমবাহ। সেই হিমবাহের ওপরেই সাদার বদলে উঠে আসছে গোলাপি রং! এমনই অদ্ভুত ঘটনা দেখা গেল ইতালির আল্পস পর্বতের অংশে। যা নিয়ে রীতিমতো চিন্তায় বিজ্ঞানীরা। 

প্রেসেনা হিমবাহ ইতালির অন্যতম রোমাঞ্চকর জায়গা। পর্যটকদেরও যাতায়াত লেগেই আছে এখানে। কিন্তু বিপদের হাত থেকে বাঁচতে পারেনি এটি। আল্পসের এই অংশটি দীর্ঘদিন ধরেই পরিবেশ দূষণের কবলে পড়েছে। উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে বেশ কিছুটা অংশ ইতিমধ্যেই গলে গিয়েছে। এখন দেখা দিয়েছে নতুন উপদ্রব। প্রেসেনা হিমবাহের সাদা বরফের ওপর জেগে উঠেছে গোলাপি স্তর। একটু আধটু নয়, বেশ ভালো পরিমাণেই বিস্তার করেছে এটি। 

এমন ‘গোলাপি রহস্যের’ কারণ কী? বিশেষজ্ঞরা বলছেন একপ্রকার শৈবালের কারণে এমন গোলাপি রং তৈরি হচ্ছে। নাম অ্যানসাইলোনেমা নর্ডেনস্কিওয়েলদি। বরফের ওপর ঘন হয়ে থাকে এই শৈবাল। সূর্যের আলো এর ওপর পড়লে গোলাপি আভা দেখা যায়। তবে এর আগমনে সংকটই দেখছেন বিজ্ঞানীরা। প্রথমত, এই প্রজাতির শৈবাল প্রধানত গ্রিনল্যান্ডে দেখা যায়। ইতালির আল্পসের পরিবেশ এর জন্য একেবারেই উপযুক্ত নয়। তাহলে? বিজ্ঞানীরা দায়ী করেছেন পরিবেশ দূষণকে। পরোক্ষে সেই দায় বর্তায় আমাদের ওপরও। তাঁরা বলছেন, জলবায়ুর পরিবর্তন, বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর যাবতীয় ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। যার ফলাফল দেখা যাচ্ছে এসব জায়গায়। এই শৈবালের আগমনের ফলে প্রেসেনা হিমবাহের বরফও গলতে আরম্ভ করেছে। তাতেই প্রমাদ গুনছেন বিশেষজ্ঞরা। এরকম চলতে থাকলে পৃথিবীর অন্য অংশেও এমন বিপর্যয় নেমে আসবে বলে সাবধান করে দিচ্ছেন তাঁরা। 

Powered by Froala Editor

More From Author See More

Latest News See More