২০ বছর পর একত্রে ভাইবোন, নেপথ্যে পোষ্য সারমেয়

কয়েকমাস আগেই ব্রিটেনের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে মিলির নাম। ৫ বছরের স্প্যানিশ পোডেনকো মিলি। হ্যাঁ, চারপেয়ে সারমেয়। তবে রাস্তাঘাট পরিষ্কার করার ব্যাপারে তার জুরি মেলা ভার। অ্যালফি কিটসোন, অর্থাৎ মিলির মালিক যদি একবার কোনো আবর্জনা ডাস্টবিনে ফেলে আসতে বলে, সঙ্গে সঙ্গে তা মুখে নিয়ে ডাস্টবিনে ফেলে আসে মিলি। তবে শুধুই ব্রিটেনের রাস্তাঘাট পরিষ্কার করা নয়। তার এই খবরই ঘটিয়ে দিল আরেকটি ঘটনা। মিলির (Millie) জনপ্রিয়তার সূত্রেই এবার হারানো ভাইবোনকে ফিরে পেলেন অ্যালফি (Alfie Kitson)। ২০ বছর পর আবার এক হল একটি গোটা পরিবার।

ব্রিটেনের হেয়ারফোর্ড অঞ্চলেই বড়ো হয়েছেন অ্যালফি এবং তাঁর ভাইবোনরা। কিন্তু পরে কাজের সূত্রে প্রত্যেকে ছড়িয়ে পড়েছিলেন ইউরোপের নানা প্রান্তে। ২০ বছর আগে পর্যন্ত অবশ্য অ্যালফি হেয়ারফোর্ড অঞ্চলেই থাকতেন। এখানে প্লাম্বারের কাজ করতেন তিনি। কিন্তু ২০ বছর আগে সেই কাজ ছেড়ে দিয়ে স্পেনে চলে যান তিনি। এর মধ্যে তাঁর ভাই ডেভ এবং বোন অ্যানে ফিরে এসেছেন হেয়ারফোর্ডে। কিন্তু তাঁদের কোনো খবর পাননি অ্যালফি। কেউ কারোর ঠিকানা জানতেন না। যোগাযোগ রাখাও আর সম্ভব হয়নি।

কর্মব্যস্ত জীবনে কেউই ভাইবোনদের অভাব খুব একটা বুঝতে পারতেন না। কিন্তু এখন প্রত্যেকেরই বয়স হয়েছে। অ্যালফির বয়স ৮০ বছর। অন্যদিকে ডেভের ৮৪ বছর এবং অ্যানের ৭১ বছর। এই বয়সে এসে সবাই ভাইবোনদের ফিরে পেতে চাইছিলেন। কিন্তু কীভাবে যোগাযোগ করবেন আবার? হেয়ারফোর্ডে ফিরে এসে ডেভ এবং অ্যানের দেখা হয়ে গিয়েছিল আগেই। কিন্তু অ্যালফি এবং তাঁর স্ত্রী জুডি তখন স্পেনে। তাঁদের সঙ্গে যোগাযোগ করে ওঠা যায়নি। এর মধ্যেই অ্যালফির খবর নিয়ে হাজির হয় মিলি।

স্পেনে থাকার সময়েই একদিন রাস্তার ধার থেকে মিলিকে উদ্ধার করেন অ্যালফি ও জুডি। তাকে ঘরে নিয়ে গিয়ে প্রতিপালন করতে থাকেন। ধীরে ধীরে বেশ পোষ মেনে যায় মিলি। আর আবর্জনা পরিষ্কার করতে পেলে আর তাকে দেখে কে? হেয়ারফোর্ডে মিলির এই কাজ দেখতে রাস্তায় প্রায়ই ভিড় জমে যায়। নববর্ষের দিনে তেমনই এক ভিড়ের মধ্যে অ্যালফির সঙ্গে দেখা হয়ে যায় ডেভের। আর তারপর দুজনে মিলে হাজির হন অ্যানের ঠিকানায়। ২০ বছর পর আবারও একসঙ্গে তাঁদের পরিবার। আর তাঁদের মধ্যে নতুন সদস্য মিলি। মিলি না থাকলে এমনটা হয়তো সম্ভব হত না।

আরও পড়ুন
ভিডিও কল করবে পোষ্য কুকুর! কীভাবে?

Powered by Froala Editor

আরও পড়ুন
এই সেতুতে এলেই ‘আত্মহত্যা’র চেষ্টা করে কুকুররা, কেন?

Latest News See More