প্রকৃতি-পরিবেশ রক্ষার কথা উঠছে পৃথিবীর সর্বত্র, আর বিভিন্ন সরকারের প্রকৃতি বিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলনও হয়ে উঠছে জোরদার। ভারতবর্ষে গত কয়েক বছরে এধরনের আন্দোলনের সংখ্যাটা নেহাত কম নয়। আর সেই তালিকাতেই জুড়ে গেল ওড়িশার তালাবিরা গ্রামের নাম। সম্প্রতি এনএলসি ইন্ডিয়ার কয়লাখনি প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন তালাবিরা ও আশেপাশের গ্রামের মানুষ। উল্লেখ্য, আদানি গোষ্ঠীর পরিচালনায় এই কয়লাখনি খনন করতে ধ্বংস করা হবে ১০০০ হেক্টরের বেশি জঙ্গল। কাটা পড়বে ১.৩ লক্ষের উপর গাছ।
এই জঙ্গলকে কেন্দ্র করেই জীবন কাটে এলাকার মানুষের। তাঁদের জীবনের সমস্তটা জুড়ে আছে জঙ্গল। জঙ্গলকে তাঁরা এতটাই নিজের মনে করেন যে, বনাধিকার আইনের আওতায় নাম নথিভুক্ত করার প্রয়োজনও কখনো অনুভব করেননি। তাই সহজেই মিলে গেছে সরকারি ছাড়পত্র। কিন্তু নথি যাই বলুক, বাস্তবে এই গ্রামবাসীদের অস্তিত্বকে তো অস্বীকার করতে পারবেন না কেউই।
২০১৯-এর আগস্ট মাসে আদানি গোষ্ঠীর কর্মকর্তারা পর্যবেক্ষণে এলে আন্দোলনকারী জনতার বিক্ষোভের মুখে পড়েন। তারপর আসেন সশস্ত্র পুলিশি নিরাপত্তায়। কিন্তু আন্দোলন দমন করা যায়নি। সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের প্রতিশ্রুতিকেও তাঁরা আমল দিচ্ছেন না। আর এর মধ্যেই গত মাসে শুরু হয়ে যায় গাছ কাটার কাজ। এই অবস্থায় গ্রামবাসীরা আবেদন জানিয়েছেন গাছগুলোর সঙ্গে তাঁদেরও কেটে ফেলতে।