আইসল্যান্ড— পৃথিবীর অন্যতম সুখী দেশ বলা হয় একে। যেমন সুন্দর জীবনযাপন, তেমনই অভূতপূর্ব পরিবেশ। সব দিক থেকে, বাসিন্দারা সুখেই বসবাস করেন বলাই যায়। কিন্তু এখন করোনা ভাইরাস সেই সুখে ভাগ বসিয়েছে। গোটা বিশ্বের সঙ্গে আইসল্যান্ডেও থাবা বসিয়েছে এই রোগ। তাতেই রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের। সুখ উড়ে গিয়ে জাঁকিয়ে বসছে দুশ্চিন্তা। এমন অবস্থায় অভিনব উপায় বের করেছে আইসল্যান্ডের বন দফতর। মনের চাপ কাটানোর জন্য তাঁদের দাওয়াই- আপাতত মানুষ নয়, গাছকে জড়িয়ে ধরো।
আইসল্যান্ডের ন্যাশনাল পার্ক ও বনগুলো খুলে দেওয়া হয়েছে সাধারণের জন্য। করোনার জন্য আতঙ্কে সবাই। এতে মানুষের মনের ওপর চাপ বাড়ছে, ফলত মানসিক রোগ ও দুশ্চিন্তা আরও গ্রাস করছে সবাইকে। চাইলেও একে অন্যের পাশে দাঁড়াতে পারছে না কেউ। এমন অবস্থায় প্রকৃতিকে আপন করে নেবার কথাই বলেছেন আইসল্যান্ডের বন দফতর। মানুষ নয়, আপাতত এই আকালে বনে গিয়ে গাছগুলোকে জড়িয়ে ধরে থাকার কথা বলছেন তাঁরা। প্রকৃতি থেকেই যাবতীয় শক্তি নেওয়ার কথা বলছেন তাঁরা। এই মনখারাপের সময়, গাছপালাই যাতে আমাদের রক্ষা করে, সেটাই চাইছেন বন কর্তারা।
এই মুহূর্তে আইসল্যান্ডে করোনার মোট কেসের সংখ্যা ১,৭৩৯। তার মধ্যে সুস্থ হয়ে গেছেন অনেকেই। নয়জন মারাও ফেছেন। এমন পরিস্থিতিতে সুখী এই দেশে যাতে আর কালো ছায়া না পড়ে, সেইজন্য সমস্ত রকম উদ্যোগ নিচ্ছে প্রশাসন। যেহেতু পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেকটা, তাই লকডাউন জারি হয়নি আইসল্যান্ডে। কিন্তু মানুষের মনের অসুখকে আর কে আটকে রাখতে পারছে! সেজন্যই প্রকৃতির কাছেই ফিরে যাচ্ছে সবাই। যদি খানিক শান্তি পাওয়া যায়!