কিছুদিন আগেও দক্ষিণ ও পশ্চিম ভারতের কিছু রাজ্যে জলসংকট দেখে আঁতকে উঠেছেন আপামর ভারতবাসী। একটু পানীয় জলের জন্য হাহাকার যেন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে প্রকৃতির কাছে আমরা কতটা অসহায়।
ইন্টারনেট, টিভিতে চোখ রাখলেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জলকষ্টের হাজারো রিপোর্টস। তার মধ্যেই উঠে এল বিজ্ঞানীদের নতুন আবিষ্কার। একটি পাতলা কাঠের টুকরো নোনতা জল থেকে পরিষ্কার জল দিতে সাহায্য করবে।
গাছের সঞ্চালন পদ্ধতি দেখে, প্রিন্সটন ইউনিভার্সিটির কিছু গবেষক এই কাঠের কথা ভাবেন। জল বাষ্পে পরিণত হওয়ার পর, কাঠটিকে একটি ঝিল্লি বা মেমব্রেনের মত ব্যবহার করা হয়। ফলে অপর দিকে গিয়ে সেই বাস্পই পরিষ্কার জলে পরিণত হয়। সাধারণত কয়েক গ্যালন জলকে বিশাল জ্বালানির সাহায্যে একসঙ্গে ফুটিয়ে সেটিকে পরিষ্কার করা হয়। ৫০০ মিলিমিটারের কাঠের টুকরোটির একদিকে জলকে গরম করলে, সেটি নুন এবং অন্য বস্তুদের ছেড়ে বাষ্প হয়ে ঠান্ডা দিকে যায়।
এখন পর্যন্ত ২০ লিটার জল শোধন করতে পারলেও বিজ্ঞানীদের আশা, পরবর্তীকালে এই ৫০০ মিলিমিটারের কাঠই নির্ভরযোগ্য পদ্ধতি হয়ে উঠবে। জল সংক্রান্ত এই দুর্দিনে এটুকু আশাও কম কী, বলুন?