নষ্ট ৪৫টি নৌকা, রক্ষণাবেক্ষণের অভাবে শোচনীয় কলকাতার একমাত্র ভাসমান বাজার

খোদ কলকাতার বক্ষে ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজার। পাটুলিতে এই অভিনব বাজারের শিলান্যাস বছর আড়াই আগে নজর কেড়েছিল সকলের। ছোট্ট লেকে নৌকার ওপরেই বসত মাছ, সবজির দোকান। কিন্তু আড়াই বছরের মধ্যেই রক্ষণাবেক্ষণের অভাবে শোচনীয় অবস্থা কলকাতার একমাত্র ভাসমান বাজারের। গত মে মাসের আমফানের পর আবার একটা বড় ধাক্কা খেল পাটুলির এই বাজার।

সবমিলিয়ে পাটুলির এই বাজারে ছিল ১১২টি দোকানের ব্যবস্থা। গত বছরই কয়েকটি নৌকা ডুবে যায় লেকে। রিপোর্টে উঠে আসে নৌকাগুলির কাঠ পচে গিয়েছিল। সেখান থেকেই জল ঢুকে বিপত্তি। বাকি নৌকাগুলির স্বাস্থ্য পরীক্ষা করলে দেখা যায় সেগুলিরও অবস্থা খুব একটা ভালো নেই। সব মিলিয়ে ৬৭টি নৌকাকে মেরামত করে আবার পুনঃস্থাপন করা হয়। কিন্তু ৪৫টি নৌকা মেরামতযোগ্য নয়। তাই অযথা আর্থিক বোঝা না বাড়িয়ে সেগুলিকে পরিত্যক্ত করার সিদ্ধান্ত নিল পুরসভা। নষ্ট হল ছিয়াত্তর লক্ষ টাকার সম্পদ। পাশাপাশিই ৪৫টি নতুন নৌকা কিনতে এখনকার বাজারে খরচ দাঁড়াবে প্রায় দেড় কোটি টাকা।

বাজার তৈরির সময় দোকানিদের সঙ্গে প্রশাসনের চুক্তি হয়েছিল রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবেন বিক্রেতারাই। কিন্তু ফাঁক রয়ে গেছে সেখানে। দোকানিরা জানিয়েছেন, বিক্রি বেশি না হওয়ায় সংসার চালানোই বেশ শক্ত হয়ে উঠেছে তাঁদের জন্য। তার ওপরে মেরামতির খরচ বহন করা সম্ভব হচ্ছে না তাঁদের পক্ষে। সাধারণ দোকানের থেকে নৌকাগুলির দেখভালের খরচ অনেকটাই বেশি। কারণ জল থেকে তুলে সেগুলো সারানোর ব্যবস্থা করতে হয়। 

পরিস্থিতি পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাগুলির তলায় এবার শক্ত কাঠামো তৈরি করে তার ওপরে প্রতিস্থাপন করা হবে সেগুলি। ফলে এরপর ক্ষতির সম্ভাবনা অনেকটাই এড়ানো যাবে তাতে... 

আরও পড়ুন
কলকাতার একমাত্র ‘গ্রিন ট্যাক্সি’ তাঁরই, লকডাউনে অসুস্থদের পাশে ধনঞ্জয়

Powered by Froala Editor

আরও পড়ুন
শিল্পই হোক শিল্পীর একমাত্র পরিচয়, ‘স্বশিক্ষিত’ ছবিওয়ালাদের প্রদর্শনীর সাক্ষী কলকাতা

Latest News See More