পায়ের হাড় ভেঙে ‘সুন্দরী’ হতে হত চিনা মহিলাদের!

পায়ের আঙুল দুমড়ে মুচড়ে ঢুকে গেছে পায়ের পাতায়। পায়ের পাতায় গভীর চেরা ক্ষত। দেখলে মনে হয়, ভয়াবহ কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। তবে আদতে ব্যাপারটা তেমন নয়। বরং, ইচ্ছাকৃতভাবেই অস্ত্রোপচার করে বদলে ফেলা হয়েছে পায়ের আকার। 

পায়ের পাতার গঠন দেখে নারীর চরিত্র যাচাই করা, বাংলার বহু প্রাচীন প্রথা। প্রথা না বলে তাকে অবশ্য কুসংস্কার বলাই চলে। অনেকটা এই একইরকম রীতি প্রচলিত ছিল চিনেও (China)। পায়ের পাতার আয়তনই ছিল মহিলাদের রূপ ও সৌন্দর্যের মাপকাঠি। সেই পুরুষতান্ত্রিকতা থেকেই জন্ম নেয় বর্বরোচিত পা ছোটো করার প্রথা (Practice)— ‘ফুট বাইন্ডিং’ বা ‘পা বাঁধা’ (Foot Binding)। চৈনিকদের কাছে ‘পদ্ম পা’ নামেও পরিচিত এই রীতি।

পিছিয়ে যেতে হবে প্রায় ৩ হাজার বছর। ১৭০০-১০২৭ খ্রিস্ট পূর্বাব্দ পর্যন্ত চিনে রাজত্ব ছিল শাং বংশের রাজাদের। ‘পা বাঁধা’ প্রথার প্রচলন হয় সেই সময়েই। সম্রাট ঝৌ-এর হাত ধরে। শাং রানি তথা ঝৈ-এর পত্নী আক্রান্ত ছিলেন ক্লাবফুট রোগে। তাঁর শারীরিক অস্বাভাবিকতাকে ঢাকতেই নর্তকীদের পা বাঁধা বাধ্যতামূলক করেছিলেন সম্রাট। ক্রমশ চৈনিক সমাজের মধ্যে সেই রীতি হয়ে ওঠে সৌন্দর্য ও আভিজাত্যের প্রতীক। তবে এই সবটাই লোককথা। ‘পা বাঁধার’ প্রথম লিখিত ইতিহাস পাওয়া যায় চিনের ট্যাং বংশের রাজত্বকালে। সেই সময়ই ‘পদ্ম পা’-এর প্রচলন ছড়িয়ে পড়েছিল গোটা চিনে।

তৎকালীন সমাজের ধারণা ছিল, ‘পা বাঁধা’ প্রক্রিয়ার কারণে আকর্ষণীয় হয় মহিলাদের যৌনাঙ্গ। সঙ্গমে তাঁরা বিশেষভাবে তৃপ্তি দিতে পারেন পুরুষদের। সেই কারণেই প্রায় সমস্ত মহিলাদেরই বাধ্যতামূলকভাবে যেতে হত এই অমানবিক প্রথার মধ্যে দিয়ে। পায়ের আয়তন মাত্র ৪ ইঞ্চির মধ্যে আটকে রাখার চেষ্টা চলত প্রবলভাবে। শুধু স্বাভাবিকতা নষ্টই নয়, পা বাঁধার এই প্রক্রিয়াও ছিল যথেষ্ট কষ্টসাধ্য এবং অমানবিক। 

আরও পড়ুন
চিনের ছোট্ট গ্রামেই বাস ১০ হাজার ‘ভ্যান গঘ’-এর!

মাত্র তিন থেকে চার বছর বয়সেই চৈনিক কিশোরীরা সাক্ষী হতেন এই বর্বরতার। পায়ের পাতা রেশমের দড়ি দিয়ে মুড়িয়ে বেঁধে রাখা হত সেই বয়স থেকে। হাড় নরম করার জন্য বিভিন্ন ভেষজ ওষুধ, গরম জল এবং পশুর রক্তে ভিজিয়ে রাখা হত তাঁদের পা। তারপর পালা অস্ত্রোপচারের। তাও সম্পূর্ণ অবৈজ্ঞানিক পথে। ছেনি-হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হত পায়ের প্রতিটা আঙুল। কখনো কখনো পায়ের পাতার মাঝের হাড়ও দু’ টুকরো করে ব্যান্ডেজ দিয়ে মুড়ে ফেলা হত সমস্ত পা। ব্যবস্থা ছিল না কোনো ড্রেসিং-এর। কয়েক বছর এই অবস্থাতেই চলাফেরা করতে হত মহিলাদের। করতে হত সমস্ত কাজ। ফলে, সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনা ঘটত হামেশাই। আবার ইচ্ছাকৃতভাবে ব্যান্ডেজের মধ্যে কখনো ঢুকিয়ে দেওয়া হত কাচের টুকরো বা লোহার আলপিন। যাতে দ্রুত পচন ধরে, খসে পড়ে পায়ের আঙুল। শুধু কৈশোর নয়, আজীবনই তাঁদের বয়ে বেড়াতে হত সেই যন্ত্রণা। 

আরও পড়ুন
সেনাবাহিনীতে নিয়োগের জন্য কুমারীত্ব পরীক্ষা! ইন্দোনেশিয়ার ঘৃণ্য প্রথার ইতি

চিনের প্রাচীন ইতিহাস অনুযায়ী প্রায় ৪০০ কোটিরও বেশি মহিলাদের সাক্ষী হতে হয়েছিল এমন ভয়াবহ অভিজ্ঞতার। সপ্তাদশ শতকের মাঞ্চু বংশের রাজত্বকালে প্রথম নিষিদ্ধ করা হয় এই প্রথা। তাছাড়াও বিক্ষিপ্তভাবে চিনের বিভিন্ন অংশেও ছোটো ছোটো সাম্রাজ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এই প্রথার ওপরে। তবে তারপরেও থেমে যায়নি এই চল। 

আরও পড়ুন
প্রতিবছর বিশ্বে যৌনাঙ্গ অপসারণের শিকার অসংখ্য মহিলা, ভারতেও প্রচলিত ছিল এই ঘৃণ্য প্রথা

উনবিংশ শতকের পরিসংখ্যান অনুযায়ী, পদ্ম পা ছিল প্রায় ৪০ শতাংশ চৈনিক মহিলাদের। পরবর্তীতে পশ্চিমী শক্তির আগমন অনেকটাই বদলে ফেলে চিনের পরিস্থিতি। তীব্র বিরধিতার পথে হাঁটেন সমাজ সংস্কারকরা। শেষ মেশ ১৯১২ সালে আইন করে চিন প্রজাতান্তিক সরকার বন্ধ করে ‘পদ্ম পা’ প্রথা। তবে প্রান্তিক অঞ্চলে, প্রশাসনের নজর এড়িয়ে কোথাও কোথাও মানা হত এই রীতি। আজও যার জীবিত প্রমাণ হয়ে বেঁচে রয়েছেন বহু নারী। 

বর্তমানে, ট্যাটু কিংবা দেহের আকার-আকৃতি পরিবর্তনের একাধিক পন্থাই জনপ্রিয় হয়েছে বিশ্বজুড়ে। সেগুলি যে যন্ত্রণাহীন, এমনটা নয়। কিন্তু সেই তালিকায় একেবারেই ফেলা চলে না ‘পা বাঁধা’-কে। কারণ, তার প্রভাব বা পার্শ্বপ্রতিক্রিয়া দীর্ঘমেয়াদি নয় কখনোই। অন্যদিকে আধুনিক চিকিৎসাও অনেক সহজ করে দিয়েছে সেই পরিস্থিতি। অন্যদিকে ‘পা বাঁধা’ ছিল সম্পূর্ণ অবৈজ্ঞানিক প্রক্রিয়া। কাজেই এই পাশবিকতার অবসান হওয়া অত্যন্ত প্রয়োজনীয় ছিল, তা বলার অপেক্ষা থাকে না…

Powered by Froala Editor

More From Author See More

Latest News See More