অভিনেতা সোনু সুদ। কুর্নিশ জানিয়ে কয়েক লাইন লেখাও হয়েছে ‘রক্ষাকর্তা’-র উদ্দেশে। হ্যাঁ, সম্প্রতি তাঁকে এমনই অভিনব শ্রদ্ধাজ্ঞাপন করল স্পাইসজেট। সেই ছবিই এখন ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকের পাতায় পাতায়।
বছর খানেক আগে ফিরে যাওয়া যাক। দিনটা ছিল ২১ মার্চই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন জনতা কার্ফিউ-এর কথা। তারপর দিন ঘোষিত হয়েছিল ২১ দিনের টানা লকডাউন। এই কঠিন পরিস্থিতিতে বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন ভারতের লক্ষ লক্ষ খেটে খাওয়া মেহনতি মানুষ। আর তারপরই দেশের বিভিন্ন প্রান্ত বাসস্টপ, রেল স্টেশন— উপচে পড়েছিল মানুষের ভিড়ে। মহামারীর ধাক্কা তাঁদের কাছে কিছুই নয়, পেটের ভাত জোটাটাই তো আসল কথা। এদিকে বন্ধ হয়েছে উপার্জন, সেইসঙ্গে ভিনরাজ্যে থাকার খরচ টানাও যে দায়।
দুঃসময়ের ত্রাতা হয়েই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন সোনু সুদ। খাদ্য সরবরাহ তো বটেই সেইসঙ্গে দেশের নানা প্রান্তে আটকে পড়া অভিবাসী শ্রমিকদের বাড়ি ফেরানোর বন্দোবস্ত করে ফেলেছিলেন নিমেষে। শুধু পরিযায়ী শ্রমিকদেরই নয়, বিদেশে আটকে পড়া ছাত্রছাত্রীদের জন্যও ব্যবস্থা করেছিলেন বিমানের। স্বাস্থ্যকর্মীদের জন্য খুলে দিয়েছিলেন নিজের হোটেলের দরজা। বিনামূল্যে। তাঁর ভূমিকা একজন চিকিৎসকের থেকে কম বলা যায় কী করে?
কিন্তু এখানেই কী শেষ? পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরিযায়ী শ্রমিক এবং দরিদ্রদের উপার্জনের জন্যও একাধিক প্রকল্প নিয়েছেন তিনি। না, কোনোরকম সরকারি কিংবা বেসরকারি সংস্থার সাহায্য ছাড়াই। নিজের সবটুকু উগরে দিয়ে এখনও কাজ করে চলেছেন মেহনতি মানুষের জন্য।
আরও পড়ুন
‘বাংলার সোনু সুদ’ হিসেবে নয়, নিজগুণেই পরিযায়ী শ্রমিকদের পাশে দেব
পর্দায় ভিলেনের চরিত্রেই তাঁকে দেখে অভ্যস্ত মানুষ। বছর খানেক আগেও বলিউডের তাবড় তারকাদের থেকে জনপ্রিয়তা যে তার বেশ খানিকটা কম ছিল, তা অস্বীকার করার জায়গা নেই কোনো। কিন্তু সেলুলয়েড স্ক্রিনের খলনায়কের বাস্তব চরিত্র যে তার ঠিক ১৮০ ডিগ্রি বিপরীত, তা কে-ই বা জানত। সাধারণের জন্য এই লড়াইকেই তাই অভিনব শ্রদ্ধা জানাল স্পাইসজেট।
আসলে সোনু সুদ নিজেও ছিলেন একজন ‘পরিযায়ী’-ই। প্রথমবার মুম্বাইতে আসার সময় ট্রেনের টিকিট কাটার টাকাটুকুও ছিল না পকেটে। মুম্বাইয়ে এসে জানতে পেরেছিলেন মায়ের মৃত্যুসংবাদ। না, হাল ছেড়ে দেননি তিনি। চালিয়ে গিয়েছেন লড়াই। কখন যেন সেটা নিজের থেকে সারা দেশের মানুষের জন্য হয়ে উঠেছিল, তা নিজেও হয়তো টের পাননি তিনি…
আরও পড়ুন
কেরালা থেকে বিশেষ প্লেনে মহিলাদের ওড়িশায় পাঠালেন সোনু সুদ
Powered by Froala Editor