গত ডিসেম্বর মাসে চিনের উহান প্রদেশ থেকেই ছড়িয়ে পড়েছিল করোনা ভাইরাস। তবে লকডাউনের পথে হেঁটে সেই সংক্রমণকে দ্রুত সীমাবদ্ধ করে ফেলেছিল চিন। আক্রান্তের সংখ্যা শূন্যে নেমে আসায়, ৭৭ দিন পর ৮ এপ্রিল উঠেছিল লকডাউন। মুক্তির স্বাদ পেয়েছিলেন চিনের নাগরিকরা। কিন্তু খুব বেশিদিন এই স্বাধীনতা টিকল না। আবারো ভাইরাসের হানায় লকডাউন ঘোষণা করল জিংপিং সরকার।
এবার রাজধানী বেজিংয়েই ছড়াল মারণ ভাইরাস। নতুন করে ৬ জনের শরীরে মিলল ভাইরাসের অস্তিত্ব। ধারণা করা হচ্ছে, দক্ষিণ বেজিংয়ের ফেংতাই প্রদেশের বৃহত্তম মাংসের বাজার থেকেই সংক্রমিত হয়েছে করোনা ভাইরাস। প্রসঙ্গত, আগেরবারও উহানের বন্যপ্রাণীর মাংসের বাজার থেকেই ভাইরাস ছড়িয়েছিল বলেই দাবি করেছিল চিন সরকার। সংক্রমণের খবর ছড়ানোর সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় ওই বাজার। পাশাপাশি বন্ধ হয় কাছেই অবস্থিত একটি সামুদ্রিক প্রাণীর বাজারও।
দক্ষিণ বেজিংয়ের ১১টি অঞ্চলে এই লকডাউন কার্যকরী করা হয়েছে। বন্ধ রয়েছে স্কুলগুলি। পাশাপাশি রাজধানীতে পর্যটন শিল্পও পুরোপুরি বন্ধ করেছে শি জিংপিং সরকার। যুদ্ধকালীন তৎপরতায় এখন চলছে ভাইরাসের নমুনা পরীক্ষা। আশঙ্কা করা হচ্ছে, ৬ জন চিহ্নিত হলেও আরো বেশি মাত্রায় ভাইরাস ছড়িয়ে পড়েছে শহরে।
Powered by Froala Editor
আরও পড়ুন
ভেঙে গেল সব দেশের রেকর্ড, করোনায় একদিনে ৩৩,০০০ আক্রান্ত ব্রাজিলে