১৫ এপ্রিল যখন নটরডেম ক্যাথিড্রাল চার্চে আগুন লেগে যায়, তখন খুব সহজেই বিলিয়ন বিলিয়ন ডলার উঠে এসেছিল এই চার্চটিকে পুনরুদ্ধারের জন্য। তখন অনেক নেটিজেনই প্রশ্ন তোলেন, পরিবেশ রক্ষায় বা গৃহহীন মানুষদের সাহায্যের জন্য এত টাকা ওঠে না কেন? এমন প্রশ্নের উত্তর হয়ত কিছুদিন আগে পর্যন্তও দেওয়া যেত না। কিন্তু এখন যাবে।
উইস ফাউন্ডেশনের সিইও হানসজর্গ উইস পরবর্তী ১০ বছরের পরিবেশ সংরক্ষণের জন্য এক বিলিয়ন ডলার অনুদান দিলেন। নিউ ইয়র্ক টাইমসের একটি কলামের মাধ্যমে তিনি জানিয়েছেন, সমগ্র বিশ্ব জুড়ে তিনি বিভিন্ন জমি কিনবেন ও সেগুলিকে সর্বসাধারণের জন্য পার্কে পরিণত করবেন। উইসের আশা, তাঁর এই উদ্যোগের ফলে ২০৩০-এর মধ্যে অন্তত ৩০ শতাংশ পৃথিবী উপকৃত হবে।
উইস এর মধ্যেই এই কাজে ৬৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। পরিবেশপ্রেমীদের মধ্যে হানসজর্গ খুব একটি পরিচিত না হলেও, বিগত ২০ বছর ধরে তিনি পরিবেশ রক্ষায় সচেষ্ট আছেন।