এভারেস্টের চূড়া থেকে প্যারাগ্লাইডিং, নজির দক্ষিণ আফ্রিকার পিয়ের কার্টারের

এভারেস্ট-জয় (Mount Everest) যেকোনো পর্বতারোহীর কাছে স্বপ্নের মতো। শুধু উচ্চতাই একমাত্র প্রতিবন্ধকতা নয়, দুর্গম পথ এবং প্রতিকূল আবহাওয়ারও সম্মুখীন হতে হয় পর্বতারোহীদের। ফলে এই অভিযানের জন্য প্রয়োজন পড়ে দুঃসাহসিকতারও। কিন্তু ৮৮৪৯ মিটার উচ্চতা থেকে যদি ভূপৃষ্ঠের দিকে ঝাঁপ দেন কেউ? কথাটা ভাবলেই শিরদাঁড়া দিয়ে বয়ে যাবে ঠান্ডা স্রোত। এবার এই অসম্ভবকেই সম্ভব করে দেখালেন দক্ষিণ আফ্রিকান প্যারাগ্লাইডার (Paraglider) পিয়ের কার্টার (Pierre Carter)। 

গত সপ্তাহে এভারেস্টের চূড়া থেকে নিচে ঝাঁপ দিলেন ৫৫ বছর বয়সি আফ্রিকান পর্বতারোহী। না, ভয় পাওয়ার কিছু নেই। সঙ্গে ছিল প্যারাস্যুট। তবে ৮ হাজার মিটারেরও বেশি উচ্চতা থেকে প্যারাগ্লাইডিং করতে গেলে জীবন বাজি রাখতে হয়, তা নতুন করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। 

গত সপ্তাহের রোববার একদল পর্বতারোহীদের সঙ্গেই এভারেস্ট সামিট অভিযানে পাড়ি দেন কার্টার। কথা ছিল বাকিরা হেঁটে ফিরলেও, এভারেস্টের শিখর থেকে তিনি নামবেন প্যারাগ্লাইডিং করে। তবে শেষ পর্যন্ত খারাপ আবহাওয়ার জন্য ভেস্তে যায় গোটা পরিকল্পনা। অভিযাত্রীদের সকলকেই ব্যর্থমনোরথ হয়ে ফিরতে হয়েছিল ৮০০০ মিটার উচ্চতা থেকে। শুধু আশা ছাড়েননি কার্টার। এভারেস্টের শিখরে না পৌঁছাতে পারলেও, ৮০০১ মিটার উচ্চতা থেকে উড়ান নেন তিনি। মেঘের চাদর সরিয়ে ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে নেমে আসেন নিচে। অবতরণ করেন ৫১৬৪ মিটার উচ্চতায় অবস্থিত গোরক্ষেপের ছোট্ট জনবসতিতে। যার উচ্চতা এভারেস্টের বেসক্যাম্পেরও থেকেও কম। আর এই উড়ানে তাঁর সময় লাগে মাত্র ২০ মিনিট। 

এভারেস্ট থেকে প্যারাগ্লাইডিং এই প্রথম নয়। এর আগেও এভারেস্ট থেকে প্যারাস্যুট নিয়ে ঝাঁপ দিয়েছিলেন দুই ব্যক্তি। তবে তাঁদের আইনি ছাড়পত্র দেয়নি নেপাল সরকার। ফলে স্বীকৃতি পায়নি তাঁদের সেই অভিযান। পিয়ের প্রথম আইনিভাবে অংশ নিলেন এই দুঃসাহসিক অভিযানে। পিয়েরের এই সাফল্যের পর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে ‘ক্লাইম্ব অ্যান্ড ফ্লাইট’ অ্যাডভেঞ্চারের দরজা। আগামীদিনে যা জনপ্রিয় অ্যাক্টিভিটিতে পরিণত হতে পারে পর্বতারোহীদের কাছে। 

আরও পড়ুন
ডাক্তার-দম্পতির এভারেস্ট জয়

শুধু এভারেস্টই নয়, ৫৫ বছর বয়সি আফ্রিকান পর্বতারোহী এর আগে আরও পাঁচ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ থেকে প্যারাগ্লাইডিং করার নজির গড়েছেন। এবার সেই তালিকায় ষষ্ঠ স্থান নিল এশিয়ার এভারেস্ট। শুধু বাকি রয়েছে উত্তর আমেরিকা তথা আলাস্কার সর্বোচ্চ শৃঙ্গ। সেটির আইনি অনুমতিপ্রাপ্তির জন্য বছর তিনেক আগে থেকেই মার্কিন প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন কার্টার। আশাবাদী, সাড়া মিলবে সরকারের থেকে…

আরও পড়ুন
মহারাষ্ট্রের বস্তি থেকে পায়ে হেঁটে এভারেস্ট, অনটনকে হারিয়ে নজির তরুণের

Powered by Froala Editor

আরও পড়ুন
আড়াই দশকে গলল ২ হাজার বছরের জমা বরফ, চরম সংকটে এভারেস্ট