পরিবেশ দূষণের ফলে সারা বিশ্বের যখন শিয়রে শমন, তখনই মরার ওপর খাঁড়ার ঘা-এর মত খবর। ঝাড়খণ্ডের পালামৌ টাইগার রিজার্ভে বাঁধ তৈরির জন্য ৩.৫ লক্ষ গাছ কেটে ফেলা হবে।
২০১৭ সালে ভারত সরকারের পরিবেশ মন্ত্রক বাঁধ সংস্কারের জন্য ১০০০ হেক্টর জমি বিভক্তকরণের অনুমতি দিয়েছিল। এর ফলে পালামৌ-এর বাফার অঞ্চলে গাছ কেটে ফেলা হবে। দেশের অন্যান্য ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের ক্ষেত্রেও উন্নয়ন মূলক কাজে জমি বিভক্তকরণের অনুমতি দিয়েছে সরকার।
এমনিতেই রাস্তা সম্প্রসারণ ও রেলপথ প্রসারণের জন্য পালামৌ-র কম ক্ষতি হয়নি। এখন ৩.৫ লক্ষ গাছ কাটলে বাস্তুতন্ত্রের জীব বৈচিত্রেরও ক্ষতি হবে।
রাজ্যের জলসম্পদ বিভাগ বনবিভাগের কাছ থেকে বাঁধ তৈরির জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এন ও সি) নিয়েছে। শুধু ঝাড়খণ্ডই নয়, গত বছর মধ্যপ্রদেশেও পান্না টাইগার রিজার্ভে বড় প্রকল্পগুলির জন্য গাছ কাটা বা জমি বিভক্তিকরণকে পরিবেশ মন্ত্রক কার্যত সবুজ সংকেত দিয়েছে। তেলেঙ্গানার অমরাবাদ রিজার্ভেও ইউরেনিয়াম খনির প্রকল্প অনুমোদিত হয়েছিল।
সভ্যতার ধ্বজা উড়িয়ে আবার শুরু হবে পরিবেশ নিধন।