টিম ম্যানেজমেন্টের অবহেলা, মানসিক অত্যাচার; অবসর নিলেন পাক ক্রিকেটার মহম্মদ আমির

বয়স মাত্র ২৮ বছর। এখনও বাকি ক্রিকেট কেরিয়ারের দীর্ঘ অধ্যায়। তবুও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনির্দিষ্ট কালের জন্য সরে দাঁড়ালেন পাক তারকা পেসার মহম্মদ আমির। বা বলা ভালো অবসর নিলেন ক্রিকেটমহল থেকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং টিম ম্যানেজমেন্টের ওপরে বীতশ্রদ্ধ হয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। সম্প্রতি এমনটাই জানিয়েছেন পাকিস্তানি এই বাঁ-হাতি ফাস্ট বোলার।

২০০৭ সালে তরুণ এই ফাস্ট বোলারকে আবিষ্কার করেছিলেন কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নেমেই নিয়েছিলেন ৮ উইকেট। ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ দলে পাকিস্তান, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজেও অভূতপূর্ব পারফর্মেন্স মেলে ধরেছিলেন মহম্মদ আমির। গড়ে ৪ উইকেট নিয়েছিলেন সেই সিরিজে। গড় রান দিয়েছিলেন ১১.২২।

সেই ত্রিদেশীয় সিরিজের পরই আন্তর্জাতিক পাকিস্তান দলে জায়গা পাকা করে নেন মহম্মদ আমির। ২০০৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ইংল্যান্ডের মাটিতে দুরন্ত বোলিং করে মাত্র ১৭ বছর বয়সেই নজর কেড়েছিলেন তিনি। ছিলেন ২০০৯-এর টি-২০ বিশ্বকাপজয়ী পাকিস্তানি দলের অন্যতম সদস্য। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পিছনেও অবদান ছিল তাঁর।

পাকিস্তানের হয়ে ৬১টি ওয়ান ডে ম্যাচে ৮১টি উইকেট, ৪৯টি টি-২০ ম্যাচে ৫৯টি উইকেট এবং ৩৬টি টেস্ট ম্যাচে ১১৯টি উইকেট সংগ্রহ করেছেন মহম্মদ আমির। তা ছাড়াও ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে ৫৫টি উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ঠিক পরের বছরই জড়িয়ে পড়েছিলেন বিতর্কে। উঠেছিল তাঁর নামে স্পট ফিক্সিংয়ের অভিযোগ। সেই অভিযোগেই ৫ বছরের নির্বাসনের শাস্তি দেয় আইসিসি। নির্বাসনের পরেও দুরন্ত ফর্মেই মাঠে ফিরেছিলেন আমির। 

তবে সুখকর হয়নি দলে টিকে থাকা। সতীর্থদের আচরণই যেন দুঃসহ করে তুলেছিল জাতীয় দলে তাঁর উপস্থিতিকে। সম্প্রতি এক বিবৃতিতে মহম্মদ আমির জানান, একমাত্র শহিদ আফ্রিদি এবং পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি ছাড়া কাউকেই পাশে পাননি তিনি। একদিকে যেমন সতীর্থরা তাঁর সঙ্গে একই দলে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন, তেমনই টিম ম্যানেজমেন্ট ক্রমাগত মানসিকভাবে অত্যাচার চালিয়ে গেছে তাঁর সঙ্গে। বাধ্য হয়েই গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। এবার সরে যেতে হবে একদিনের আন্তর্জাতিক থেকেও। এমনই বিস্ফোরক মন্তব্যে নির্বাক পাকিস্তানের ক্রিকেট মহল।

আরও পড়ুন
পরিবেশ-নিধন রুখতে আদানির বিরুদ্ধে প্ল্যাকার্ড, সাক্ষী ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ

শেষ দুয়েক বছর সেইভাবে ফর্মে ছিলেন না পাক তারকা বোলার। তবে মাঠে নামার খুব কিছু সুযোগ যে পেয়েছিলেন তিনি, এমনটাও নয়। ক্রমাগত দল থেকে বাদ পড়তে পড়তেই যেন ক্লান্ত হয়ে পড়েছিলেন বাঁ-হাতি পেসার। সদ্য ঘোষিত নিউজিল্যান্ড ট্যুরে ৩৫ জনের দল থেকেও বাদ দেওয়া হয় তাঁর নাম। আগামীকাল থেকেই দল খেলতে নামছে নিউজিল্যান্ডের মাটিতে। ক্রিকেট পিচ থেকে নিশ্চুপে সরে যাওয়া মেনে নিতে পারেননি আমির। হতাশা আর দীর্ঘদিনের জমে থাকা সেই অভিযোগেরই তাই বিস্ফোরণ করলেন যেন তিনি। সেইসঙ্গে প্রশ্নের মুখে দাঁড় করালেন পাকিস্তানের ক্রিকেট মহলকে।

তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও, সম্পর্ক ছিন্ন হচ্ছে না ক্রিকেটের সঙ্গে। গত বৃহস্পতিবারই পুনে ডেভিলস ক্রিকেট দলে নিজের নাম সংযুক্তিকরণ করেছেন পাকিস্তানি তারকা। আবু ধাবি টি-১০ লিগে পুনের হয়েই চলতি মরশুমে খেলবেন তিনি। পাকিস্তানি তারকার বুট তুলে রাখার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে ভারতীয় ক্রিকেট দলটিও। তবে স্বল্প বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার এই ঘটনায় অবাক সারা ক্রিকেট-দুনিয়া...

Powered by Froala Editor

আরও পড়ুন
দুর্ঘটনায় পা হারালেও থামেনি ক্রিকেট, বঙ্গসন্তানের নেতৃত্বেই বাইশ গজে লড়াই ভারতের