রঙের বদলে সোনা দিয়েই ছবি আঁকেন শিল্পী, মূল্য কোটিরও ওপরে

কখনও জলরং, চারকোল; কখনও আবার স্রেফ পেনসিল। আঁকার মাধ্যম ও তার সরঞ্জাম নানা রকমের হলেও, আসল লক্ষ্য তো একটাই— সৃষ্টি। কিন্তু আঁকার সরঞ্জামে রঙের জায়গায় সোনা ব্যবহার করা শুনেছেন কখনও? আর তার দামও ছাড়িয়ে যায় কোটির অঙ্ক! এমনটাই করছেন শিল্পী কৃষ্ণ কানহাই। রঙের সঙ্গে ব্যবহার করছেন খাঁটি সোনা, সঙ্গে বিভিন্ন দামি পাথরও।

১৫ বছর বয়স থেকে ছবি আঁকছেন কানহাই। বৃন্দাবনে জন্ম এবং বেড়ে ওঠা তাঁর, তাই নামের পাশাপাশি নিজের কাজেও কৃষ্ণ বিরাজ করছে। মূলত রাধা-কৃষ্ণের ছবি এবং তাঁদের জীবনের কাহিনিই শিল্পীর মূল উপজীব্য। এছাড়াও এঁকেছেন বহু পোট্রেট। আর সবেতেই ছোঁয়া রয়েছে সোনার। সোনার গুঁড়ো ব্যবহার করে ছবিকে আরও উজ্জ্বল করে তোলেন তিনি। তবে শুধু সোনাতেই থেমে নেই, অনেক মূল্যবান পাথরও ব্যবহার করেন তিনি।

স্বাভাবিকভাবে দামও বেশি হয় কানহাইয়ের এইসব ছবির। হঠাৎ সোনা আর দামি পাথরকেই বেছে নিলেন কেন তিনি? উত্তরে ভারতের ইতিহাসকে তুলে ধরেন শিল্পী। একটা সময় সোনা এবং অন্যান্য জিনিস, রত্ন দিয়ে ছবিকে সাজানো হত। আঁকার অন্যতম সরঞ্জাম হিসেবেই প্রাচীনকালে এগুলির প্রচলন ছিল। কিন্তু আজ আর সেটা ব্যবহার করা হয় না। সেটাকেই নিজের সৃষ্টিতে কাজে লাগাচ্ছেন কৃষ্ণ কানহাই।

নিজের কাজের জন্য ২০০৪ সালে ভারত সরকারের তরফ থেকে পেয়েছেন পদ্মশ্রী সম্মান। এছাড়াও আরও অনেক পুরস্কার পেয়েছেন তিনি। এখনও শিল্পী কানহাই যত্নে সাজাচ্ছেন তাঁর ‘সোনার ছবি’। তাতে একটু একটু করে ফুটে উঠছে রাধা-কৃষ্ণের ভাব…