শুধু মানবসভ্যতাই নয়, চরম অক্সিজেন সংকটে জলজ প্রাণীরাও। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল একটি মার্কিন গবেষণা। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৪০০টি হ্রদের জল পরীক্ষা করে দেখা গেল আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে জলের অক্সিজেন মাত্রা। ফলে মাছ-সহ একাধিক জলজ প্রজাতির গণমৃত্যুর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
গত বুধবার নেচার পত্রিকায় প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্রটি। গবেষণায় জড়িত ছিলেন মিয়ামি বিশ্ববিদ্যালয় ও রেনস্লেয়ার পলিটেকনিক ইনস্টিটিউটের একদল গবেষক। যুক্তরাষ্ট্রের বিভিন্ন হ্রদের জলের স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েই সামনে আসে ঘটনাটি। সমীক্ষায় উঠে আসে হ্রদের পৃষ্ঠতলে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের থেকে কমেছে প্রায় ৫.৫ শতাংশ। গভীর জলের ক্ষেত্রে আরও ভয়াবহ পরিস্থিতি। সেখানে অক্সিজেনের মাত্রা হ্রাস পেয়েছে প্রায় ১৮.৫ শতাংশের কাছাকাছি।
কিন্তু হঠাৎ এই অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণ কী? গবেষকরা জানাচ্ছেন, মানুষের ক্রিয়াকলাপ এবং আবহাওয়া পরিবর্তন— এই দুইয়ের যৌথ প্রকোপেই ক্রমশ হ্রাস পাচ্ছে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ। ক্রমাগত উষ্ণতা বৃদ্ধি যেমন কমিয়েছে দিচ্ছে জলের দ্রাব্যতা, তেমনই মানুষের কার্যকলাপে জলে রাসায়নিক ও দূষণের পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য কমছে অক্সিজেনের পরিমাণ।
গবেষণাপত্রটির সহ-লেখক তথা মিয়ামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ ক্রেগ উইলিয়ামসন জানাচ্ছেন, অক্সিজেনের এই মাত্রাই জলজ পরিবেশের স্বাস্থ্যের অন্যতম সূচক। ফলত, এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে বিষিয়ে উঠছে জলজ পরিবেশকে। আর তার ফলে ভয়ঙ্কররকম ক্ষতিগ্রস্ত হতে পারে বাস্তুতন্ত্র। ক্রেগ সতর্ক করছেন, গভীর জলে অক্সিজেনের ঘাটতির কারণে হ্রদের তলদেশে বসবাসকারী একাধিক প্রজাতির মৃত্যু ত্বরান্বিত হতে পারে। এমনকি ইতিমধ্যেই এই ঘটনা লক্ষ্য করা গেছে একাধিক মার্কিন হ্রদে। পাশাপাশি জলের স্বচ্ছতা কমে যাওয়ায় বাড়ছে অ্যালগির পরিমাণ। ফলে জলে দ্রবীভূত মিথেনের পরিমাণ বেড়েই চলেছে। ভারসাম্য হারাচ্ছে বাস্তুতন্ত্র।
আরও পড়ুন
পরিবেশ সংরক্ষণে ৫০০ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিউজিল্যান্ডের
গবেষকদের আশঙ্কা, এই ঘটনা শুধু আমেরিকার নয়। বরং গোটা বিশ্বের ছবিই একইরকম। যদিও জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া জলাশয়ের স্বাস্থ্য পরীক্ষা করা হয় না কোথাওই। ফলে মার্কিন হ্রদের ওপরে চালানো সমীক্ষা থেকে গোটা বিশ্বের পরিস্থিতি বোঝা খানিকটা কঠিনই। তবে আগামীতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত গবেষণা দরকার আন্তর্জাতিক স্তরে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যথায় বড়ো বিপদের সম্মুখীন হতে পারে প্রকৃতি…
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার পরিবেশ বাঁচাতে স্কুল ধর্মঘটের ডাক ৫০ হাজার পড়ুয়ার
Powered by Froala Editor
আরও পড়ুন
নিজস্ব সঞ্চয় থেকেই ১০০ অক্সিজেন কনসেন্ট্রেটর ক্রয় ৯ বছরের পরিবেশকর্মীর