করোনা ভাইরাসকে হারাতে রীতিমতো উঠেপড়ে লেগেছে গোটা বিশ্ব। নানা দেশের বিজ্ঞানী-গবেষকরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ল্যাবে। সামনে আসছে বেশ কিছু ওষুধ। সেরকমভাবেই সামনে এসেছিল ‘ChAdOx-1’। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করা এই বিশেষ ভ্যাকসিন করোনা দমন করতে সাহায্য করে, এমনই দাবি থেকে শুরু হয়েছিল ট্রায়াল রান। সেখানেও সফলতা মিলেছে বলে দাবি করছেন ব্রিটেনের গবেষকরা। সত্যি হলে কোভিড চিকিৎসাব্যবস্থায় বিরাট বড়ো পদক্ষেপ তৈরি হবে, এমনটাই মনে করছেন ডাক্তাররা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করা এই ভ্যাকসিনটি বেশ কয়েকমাস আগে থেকেই বিজ্ঞানীদের নজর কেড়েছে। এই নতুন ওষুধ করোনার বিরুদ্ধে শরীরে ঢাল তৈরি করবে, ফলে এতদিনের এই হাহাকারের একটা ইতি হবে বলে আশা করছিলেন সবাই। আগের অন্যান্য পরীক্ষায় সফল হবার পর এপ্রিল থেকে হিউম্যান ট্রায়াল শুরু হয় ব্রিটেনে। তখন থেকেই আশার পারদটা একটু একটু করে বাড়ছিল। প্রথম ও দ্বিতীয় দফার ট্রায়ালের ফলাফলও যথেষ্ট আশাব্যাঞ্জক। এখন চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চলছে সেখানে। শুধু ব্রিটেনেই নয়, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকাতেও ট্রায়াল রান করা হচ্ছে। সেই ফলও সন্তোষজনক বলে দাবি করছেন গবেষকদের বিশেষ দল।
এসবের পাশে ChAdOx-1 ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে ভারতেও। সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার দাবি, প্রথম পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ হয়েছে। তার রিপোর্টও যথেষ্ট আশাব্যাঞ্জক। দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের ফলও যথেষ্ট ভালো। সব মিলিয়ে করোনা পরিস্থিতিতে এই খবরের দিকেই এখন চোখ রাখছেন সবাই। সব ঠিক থাকলে হয়ত জুলাইতেই বাজারে এসে যাবে প্রথম ভ্যাকসিন। আর সেপ্টেম্বরের মধ্যে পর্যাপ্ত ভ্যাকসিনও তৈরি হয়ে যাবে। ইতিমধ্যেই বাকিংহাম প্যালেস থেকেও প্রিন্স উইলিয়াম ল্যাব পরিদর্শন করে এসেছে। সব মিলিয়ে করোনাকে জব্দ করার চূড়ান্ত প্রস্তুতি চলছে, এমন কথা বলাই যায়।
Powered by Froala Editor
আরও পড়ুন
শক্তি হারাচ্ছে করোনা, টিকা ছাড়াই শেষ হবে মহামারী; দাবি ইতালির গবেষকের