অতিরিক্ত চিকিৎসায় বিপদ বাড়তে পারে ডায়াবেটিসে

আজকের দিনে ডায়াবেটিস অপরিচিত রোগ তো নয়ই, বরং অনেকেরই কমবেশি অভিজ্ঞতা রয়েছে এর মুখোমুখি হওয়ার। চিকিৎসার কারণে আয়ত্তেও আনা যায়। কিন্তু ওভার ট্রিটমেন্ট হয়ে গেলে? তখন কী পরিস্থিতি হয় রোগীর?

সম্প্রতি আমেরিকার মায়ো ক্লিনিকের একটি সমীক্ষা থেকে জানা গেছে এক ভয়াবহ তথ্য। শুধুমাত্র আমেরিকাতেই ২.৩ মিলিয়নের বেশি ডায়াবেটিসের রোগীকে ওভার ট্রিটমেন্ট করা হয়েছে। এর ফলে মাত্র ২ বছরেই ৪,৭৭৪ জন রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হয়। শুধু তাই নয়, ৪,৮০৪ জনকে জরুরি বিভাগেও ভর্তি করতে হয়েছে, এমনই ভয়াবহ হয়েছিল অবস্থা।  

ডক্টর রসালিনা ম্যাককোয় পরিচালিত এই সমীক্ষাটিতে দেখা গেছে, যে সর্বাধিক রোগী হাইপোগ্লাইসিমিয়ার (রক্তের গ্লুকোজ লেভেল দরকারের তুলনায় অনেক কম থাকা) কারণেই হাসপাতালে ভর্তি। ডায়াবেটিসের কারণে অন্যান্য সমস্যা যেমন হৃদরোগ, চোখের অসুখ, কিডনির অসুখ – অনেককিছুই হতে পারে। ওভার ট্রিটমেন্ট এইসব আনুষঙ্গিক রোগের ঝুঁকি কমালেও, হাইপোগ্লাইসিমিয়ার কারণে রোগী আরও অসুস্থ হয়ে পড়েন। 

অতএব, যথেষ্ট সাবধানতার সঙ্গে চিকিৎসা করাই একমাত্র এই পার্শ্বপ্রতিক্রিয়ার হাত থেকে বাঁচাতে পারে ডায়াবেটিসের রোগীদের, এমনটাই মত ডক্টর ম্যাককোয়ের।