পশুদের জন্যেও অত্যাধুনিক অপারেশন থিয়েটার এখন কলকাতাতেই

এতদিন রাজারহাট মানে শুধু আমরা ভেবেছি হাইরাইজ, ইকোপার্ক, ঝাঁ-চকচকে মল, নিঃশব্দ যাপন। এরই সঙ্গে জুড়তে চলেছে কুকুর, গরুর অস্ত্রোপচারের জন্য আধুনিক অপারেশন থিয়েটার। পুরো বিষয়টির দায়িত্বে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথারিটি বা এন-কে-ডি-এ।

নিউটাউনের অ্যাকশান এরিয়া ১ডি-তে প্রায় তিন একর জায়গা জুড়ে তৈরি হয়েছে এই অপারেশন থিয়েটার। এখানে প্রধানত কুকুর, বিড়ালদের নির্বীজকরণের কাজ করা হবে। এরমধ্যেই পাঁচটি ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে অস্ত্রোপচার সফল হয়েছে, দাবি এনকেডিএ-এর তরফে। এখানে অস্ত্রোপচার পরবর্তী ডগ পাউন্ড শেডও তৈরি হয়েছে আলাদা করে। গোটা রাজারহাট নিউটাউনে এটা দেখা যায় যে, ভিতরের প্রত্যন্ত অঞ্চল থেকে গরু, মহিষ চলে আসে শহরের রাস্তায়। মৃত্যুও ঘটছে আকছার। এর জন্য বেশ কিছু জায়গায় আলাদা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে যে-কোনো জায়গায় রাস্তা পার না হতে পারে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় নজরদারি তো রয়েইছে। এনকেডিএ-র একটা বিশেষ দল এই নিয়ে নিয়মিত কাজ করে চলেছে এবং গত ১ বছরে শ’পাঁচেক গরু ও প্রায় ২০০ মহিষকে ধরা হয়েছে। এই সব পশুগুলিকে কয়েকদিন একটি বিশেষ জায়গায় রেখে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, দিন কয়েকের মধ্যে মালিকের খোঁজ করে তাদের হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের গরু-মহিষ।

আস্তে আস্তে এই অপারেশন থিয়েটার পশুদের অন্যান্য চিকিৎসারও নির্ভরযোগ্য কেন্দ্র হয়ে উঠুক, আপাতত এমনই চাইছেন পশুপ্রেমীরা।

Latest News See More