রাস্তা দিয়ে হাঁটছিলেন এক দম্পতি। হঠাৎই একটি আহত কুকুর চোখে পড়ে তাঁদের। বাড়িতে অনেক কুকুর থাকলেও, সারমেয়প্রেমী এই দম্পতি কুকুরটিকে বাড়িতে নিয়ে আসেন। কিছু মাস পরেই কুকুরটি ছ’টি কুকুরছানার জন্ম দেয়। ফলে, তাঁদের বাড়িতে থাকা কুকুরের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়।
হ্যাঁ, রিও ডি জেনেরিওর এই গ্লিন দম্পতি ২৩টি কুকুর প্রতিপালন করেন। শুধু তাই নয়, তাঁদের দত্তক নেওয়ারও ব্যাবস্থা করেন। এখানেই থেমে থাকেননি তাঁরা। ব্রাজিলের রাস্তায় গৃহহীন মানুষদের সংখ্যা কম নয়। সেই মানুষগুলিকে নিয়েই বা কী পরিকল্পনা দম্পতিটির?
মানবতা আর বর্তমান পৃথিবীতে নেই – এমন কথা যাঁরা বলেন, গ্লিন দম্পতির কথা শুনে তাঁরা আশায় বুক বাঁধতে পারেন আবার। তাঁরা এখন একটি অ্যানিমাল সেল্টার শুরুর সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে কর্মচারী হিসেবে গৃহহীন মানুষদের নিয়োগ করা হবে। এর মাধ্যমে তারা পশুসঙ্গীও পাবে, পাশাপাশি রোজগারের মাধ্যমে নিজেদের যাবতীয় প্রয়োজন মেটাতে পারবে। সর্বোপরি তারাও সমাজের মূলস্রোতে ফিরবে এই নিষ্পাপ চতুষ্পদদের সাহায্যে।