এবার থেকে অনলাইনেই রিচার্জ করা যাবে স্মার্টকার্ড, ঘোষণা কলকাতা মেট্রোর

কলকাতায় মেট্রো চালু হবে কিনা, সেই সিদ্ধান্ত এখনও অথৈ জলে। ১ জুলাই থেকে মেট্রো চালু করার জন্য রাজ্য সরকারের তরফে আবেদনও করা হয়েছিল রেল কর্তৃপক্ষকে। কিন্তু রাজি হয়নি রেল। কবে থেকে শুরু হবে এই পরিষেবা, সে ব্যাপারেও এখনো স্পষ্ট করে কিছুই জানায়নি রেল কর্তৃপক্ষ। তবে এই অচল অবস্থার মধ্যেই বড়ো ঘোষণা করল কলকাতা মেট্রো। এবার থেকে অনলাইনেই রিচার্জ করা যাবে মেট্রোর কার্ড।

স্মার্টকার্ডের অনলাইন রিচার্জ নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। মেট্রো কর্তৃপক্ষেরও পরিকল্পনা ছিল এই পরিষেবা চালু করার। তবে সম্ভব হয়নি তা। এই লকডাউনেই এই শুরু হল সেই পরিষেবা। যাত্রীদের সুবিধার জন্য indianrailways.gov.in এর ওয়েবসাইট থেকেই এবার থেকে রিচার্জ করা যাবে মেট্রোর স্মার্টকার্ড। শুধুমাত্র দরকার পড়বে স্মার্টকার্ডের নম্বরটির। 

তবে ব্যালেন্সের ক্ষেত্রে আগের মতই সুবিধা মিলবে যাত্রীদের। বজায় থাকবে পুরনো নিয়ম অনুযায়ী ১০ শতাংশের ছাড়। লাগবে না অনলাইন পেমেন্টের জন্য বাড়তি টাকাও। করোনা ভাইরাসের সংক্রমণের আবহে যাতে টিকিট কাউন্টারে ভিড় না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত জানাচ্ছেন রেল আধিকারিকেরা। মেট্রো চালু হলেও বন্ধ থাকবে কাউন্টার। ব্যবহৃত হবে না টোকেনও। শুধুমাত্র স্মার্টকার্ডেই যাতায়াত সম্ভব হবে মেট্রো রেলে, জানাচ্ছে কর্তৃপক্ষ।

রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে আশাবাদী শহরের নাগরিকরা। নিঃসন্দেহে খুব তাড়াতাড়িই যে ঘুরতে চলেছে মেট্রোর চাকা, তা স্পষ্ট। মনে করা হচ্ছে শ্রীঘ্রই অবসান হতে চলেছে দীর্ঘ অপেক্ষার। মেট্রো সচল হলে কমবে যাত্রীদের হয়রানিও। এখন দেখার কবে সরকারি ঘোষণা আসে রেলের পক্ষ থেকে...

Powered by Froala Editor

Latest News See More