দুপুর থেকেই কালো মেঘ ছেয়ে আসে শহরের বুকে। লাগাতার বজ্রপাত হতে থাকে। আবহাওয়ার এহেন বদলের সঙ্গে চলতে থাকে বৃষ্টিপাত। কোথাও হাঁটু জল জমে কোথাও গাড়ি আটকে যায় রাস্তায়।
এরই মধ্যে ঘটে যায় অঘটন। ভিক্টোরিয়া চত্ত্বরে এজেসি বোস রোডের দিকে একটি শক্তিশালী বাজ পড়ে। মৃত্যু হয় একজনের। আহত অনেকে। আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া হয় এস এস কে এম হাসপাতালে। মৃত বা জখম ব্যক্তিদের অনেকের পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত আছেন হেস্টিংস থানার পুলিশ।
কাজী রিয়াজুদ্দিন মাজি নামক এক শিশু আহত হন। তাঁর বাবার বক্তব্যে জানা যায় তাঁরা বাংলাদেশ থেকে কলকাতা ঘুরতে এসেছিলেন স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে। দুপুরের দিকে ভিক্টোরিয়ায় ঢোকেন তাঁরা। বৃষ্টি শুরু হওয়ার পর একটি শেডে আশ্রয় নেন সপরিবারে। এরপরেই বজ্রপাত শুরু হয়। সামনে ছাতা নিয়ে হেঁটে যাওয়া এক ভদ্রলোকের শরীরে এসে পড়ে বিদ্যুৎ। তিনি ঘটনাস্থলে মারা যান। সেই বিদ্যুতেই আহত হয় রিয়াজ। এই মুহূর্তে রিয়াজ আশঙ্কার বাইরে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। দুঃখপ্রকাশ করে রিয়াজের বাবা বলেন, আল্লা তাঁদের পরীক্ষা নিলেন।
খারাপ আবহাওয়ার জন্য বিমান চলাচলও ব্যহত হয়েছে বলে জানা গেছে। কিছু বিমান অবতরণে ঘটেছে বিঘ্ন। ঘটনার একঘণ্টা পেরিয়েছে আপাতত। জখম প্রত্যেকেই চিকিৎসাধীন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও বাকিদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।