শহর থেকে একটু দূরে গ্রামের দিকে গেলে, রাতের আকাশ অন্যরকম লাগে। চোখে পড়ে জ্বলজ্বলে অসংখ্য আলোকবিন্দু। অথচ শহরের কয়েকটা তারা ছাড়া দেখা যায় না কিছুই। এখন করোনা ভাইরাসের জন্য ঘরবন্দি সারা পৃথিবী। এই লকডাউনে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠলেও, নিজেকে বাঁচিয়ে তোলার সুযোগ পেয়েছে পরিবেশ, প্রকৃতি। অস্বাভাবিক রকম কমেছে, দূষণের মাত্রা। এতো স্বচ্ছ রাতের আকাশ কিছুদিন আগেও কি দেখা যেত? না হয়তো। সম্ভবত, বহু বছর পর রাতের আকাশে ঝলমল করতে দেখা যাচ্ছে তারাদের।
২০২০ করোনা ভাইরাসের দাপটে জর্জরিত হয়ে উঠলেও, জ্যোতির্বিদদের কাছে এক সোনার বছর। একাধিক ঘটনার সাক্ষী থাকছে এ-বছরের আকাশ। ইতিমধ্যেই এপ্রিলের গত ৭ তারিখে পিঙ্ক সুপারমুনের বিরল দৃশ্য মুগ্ধ করেছে গোটা পৃথিবীর মানুষকে। এবার সকলেকে আরো একবার চমকে দেবে একটি জাগতিক ঘটনা। এপ্রিলেরই আগামী ১৪, ১৫ এবং ১৬ তারিখে একই সঙ্গে দেখা যাবে বৃহস্পতি, মঙ্গল, শনি এবং চাঁদকে।
বৃহস্পতি, শনি এবং মঙ্গল মূলত সকালে অবস্থান করে আকাশে। তাই দেখা যায় না তাদের। তবে এপ্রিলের মাঝামাঝি রাতের আকাশে, এই তিন গ্রহকে দেখার সামান্য সুযোগ মেলে। কিন্তু এই বছর, বিরলতম ঘটনা ঘটতে চলেছে। এই তিন গ্রহের সঙ্গে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদকেও দেখা যাবে একই সরলরেখায়। তাও একদিন নয়, পর পর তিন দিন।
নাসা জানিয়েছে, এই তিনটি গ্রহকে এরপর আবার একসঙ্গে দেখা যাবে ২০২২-এ। তাই বিরলতম এই ঘটনার দেখার সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না একদমই। রাতের আকাশে যদি চিহ্নিত নাও করতে পারেন গ্রহগুলিকে। চিন্তার কারণ নেই। কোনো স্টারগেজিং মোবাইল অ্যাপ খুলে আকাশের দিকে ধরলেই, দেখিয়ে দেবে গ্রহ বা যেকোনো নক্ষত্রের নাম। এখন শুধু অপেক্ষা এক দুর্লভ মুহূর্তের সাক্ষী থাকার।