'এক বিশ্ব সুমন', ১৯ সেপ্টেম্বর গানওয়ালার প্রথম ডিজিটাল কনসার্ট

গোটা বিশ্ব করোনা মহামারীর বিরুদ্ধে লড়ছে আজও। দীর্ঘ ছয়মাসে সামাজিক দূরত্ব বজায় রেখেও কীভাবে জীবনের ছন্দ অটুট রাখতে হয়, তা আজ দিব্যি আত্মস্থ করে ফেলেছে মানুষ। যেমন ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে 'ওয়ার্ক ফর্ম হোম' করছে, ঠিক তেমনি ভাবেই মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ইন্টারনেট তথা সোশ্যাল মিডিয়া। এই আবহেই আগামী ১৯শে সেপ্টেম্বর রংরেজ ও তাঁতঘর ফিল্মসের আয়োজন 'এক বিশ্ব সুমন'।  কবীর সুমনের প্রথম গ্লোবাল ডিজিটাল বাংলা খেয়ালের কনসার্ট। এই উদ্যোগের মিডিয়া পার্টনার প্রহর.ইন।

নয়ের দশকের গোড়া থেকেই সুমন মানে নতুন বাংলা গান। নতুন ইতিহাস। একটা প্রজন্ম বেড়ে উঠেছে সুমনের গান শুনে। সেই ইতিহাসেরই আরও এক নতুন সংযোজন বাংলা খেয়ালের প্রথম লাইভ ডিজিটাল কনসার্ট। 

আধুনিক জীবনে তথ্য প্রযুক্তির উৎকর্ষতা গ্রহণে কবীর সুমন কখনোই কুণ্ঠা বোধ করেননি। বর্তমান লকডাউনের আবহে কবীর সুমনকে একাধিকবার পাওয়া গেছে ফেসবুক লাইভে। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষ থেকে রবীন্দ্রনাথের গান, কখনো পঙ্কজ কুমার মল্লিক কখনো সুধীরলাল চক্রবর্তীর স্মৃতিচারণ  বা একেরপরএক বিভিন্ন রাগ-রাগিণীতে বাধা সদ্য লেখা বাংলা খেয়ালের নতুন বন্দিশ শুনিয়েছেন শ্রোতাদের।  তাঁর শ্রোতারা তা উপভোগ করেছেন।

আরও পড়ুন
ও পারে সুমন, এ পারে আমরা, মেলাবে ডিজিটাল কনসার্ট

বর্তমান ভারতবর্ষে হিন্দি, হিন্দুস্থানি(উর্দু), মারাঠি, ব্রজবুলি, তেলেগু, তামিল, পাঞ্জাবি সহ আরও  অন্যান্য ভাষায় খেয়াল রচনা ও গাওয়া হলেও বাংলা ভাষায় খেয়াল চর্চাকে বাঙালি চিরকাল ব্রাত্য করে রেখেছে। আচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় আকাশবাণী থেকে বিষ্ণপুরী ঘরানায় বাংলা খেয়াল পরিবেশন করার পরে তাঁর কপালে জুটেছিল চরম দুর্ভোগ। দীর্ঘদিন তাঁকে রেডিওতে গাইতে দেওয়া হয়নি। অথচ বাংলা ভাষায় খেয়াল চর্চার ইতিহাস কিন্তু ছিল যথেষ্টই। স্বামী বিবেকানন্দ বাঙলায় খেয়াল গাইতেন। ভীষ্মদেব চট্টোপাধ্যায় বাংলায় খেয়াল গেয়েছেন। কিন্তু বাঙালি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের হিন্দিপ্রীতি বাংলায় খেয়াল গানের চর্চাকে কোনোভাবেই অনুপ্রাণিত করেনি, বরং বাধার সৃষ্টি করেছে। বর্তমানে পশ্চিমবঙ্গে একমাত্র কবীর সুমনই নিয়মিত বাংলা ভাষায় খেয়াল গান রচনা করছেন এবং বিভিন্ন উচ্চাঙ্গসংগীতের অনুষ্ঠানে, মঞ্চে বাংলা খেয়াল পরিবেশন করছেন।

যে মানুষটার হাত ধরে নয়ের দশকের শুরুতে আধুনিক বাঙলা গান নতুন ভাষার সন্ধান পেল। বাংলা সঙ্গীতকে বাস্তব জীবনবোধের গভীরতা স্পর্শ করালেন যে কবীর সুমন। তিনিই আজ বাহাত্তরের এই জীবন সায়াহ্নে বিরামহীনভাবে বাংলা খেয়ালের বন্দিশে আধুনিক সময়ের জীবনকাব্য রচনা করে চলেছেন। সৃষ্টি করছেন নতুন রাগ-রাগিণী। মাতৃভাষায় বাংলা খেয়াল রচনা ও গাওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলা খেয়ালের দৃষ্টান্ত রেখে যাওয়াই প্রবীণ কবীর সুমনের গানের ধর্মপালন।

আরও পড়ুন
ব্যক্তিগত প্রেমে মিশে গেল কলকাতাও, ঝড়ের বেগে ‘তোমাকে চাই’ লিখলেন কবীর সুমন

'সুমন একক' মানেই রোমাঞ্চ, ভালোবাসা আর এক নতুন অভিজ্ঞতা। নয়ের দশক থেকে সুমন শুনে বড়ো হওয়া বহু গুণমুগ্ধ শ্রোতাই প্রবাসে থাকার দরুন নিয়মিত সুমনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন না।

আগামী ১৯ সেপ্টেম্বর কবীর সুমনের প্রথম ডিজিটাল কনসার্ট যেন  আমেরিকা, জার্মানি, সিডনি, বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সুমনপ্রেমীদের মিলন মেলা। এ যেন প্রকৃত অর্থেই 'এক বিশ্ব সুমন'।

আরও পড়ুন
‘#ভাগ্যিসসুমনছিলেন’, সামাজিক মাধ্যমে প্রতিবাদের অস্ত্র হয়ে উঠছে কবীর সুমনের গান

Powered by Froala Editor

More From Author See More

Latest News See More