কথায় বলে, আমরা যেটা খুব মন দিয়ে ভাবি, মন দিয়ে চাই, সেটাই হয়। কেউ কেউ অন্য কথাও বলতে পারেন। কিন্তু ৯৯ বছরের জয়েস গার্ডনার তাঁদেরকে এক কথায় নাকচ করবেন। কারণ, তাঁর ইচ্ছা পূরণ করতে পেঙ্গুইনরা যে তাঁর কাছে চলে এসেছে!
ইংল্যান্ডের এক বৃদ্ধাবাসে টইটই করে ঘুরেছে প্রিঙ্গল, গ্রুট এবং চার্লি। কখনও গুটি গুটি পায়ে চড়ে বসছে একজনের কোলে, নয়তো সোজা হানা দিচ্ছে কেবিনে। তবে এরা কিন্তু রক্ত মাংসের মানুষ না, পেঙ্গুইন। এই বৃদ্ধাবাসেরই এক বাসিন্দা, জয়েস গার্ডনারের ইচ্ছা ছিল, নিজের যেটুকু জীবন বেঁচে আছে, তার মধ্যে অন্তত একবার তিনি পেঙ্গুইনের সঙ্গে সময় কাটাবেন। ৯৯ বছরের এই বাসিন্দার ইচ্ছা রাখতেই হেট্রপ জুলজিকাল গার্ডেনের সঙ্গে যোগাযোগ করেন হোম কর্তৃপক্ষ। তিনমাস পর, গুটি গুটি পায়ে চলে এল তিন পেঙ্গুইন মহাশয়।
জয়েস ভাবতেও পারেননি নিজের ইচ্ছাপূরণের কথা। জীবনের শেষ লগ্নে এসে, আবারও যেন নতুন করে বাঁচার স্বাদ পেয়েছেন তিনি। শুধু জয়েসই নয়, গ্রুট-প্রিঙ্গল-চার্লিদের নিয়ে ব্যস্ত গোটা বৃদ্ধাবাস।