নোতরদাম গির্জার ধ্বংসাবশেষের নিচে মিলল ত্রয়োদশ শতকের কফিন! অবাক প্রত্নতাত্ত্বিকরা

২০১৯ সালের এপ্রিল মাস সেটা। বিধ্বংসী অগ্নিকাণ্ডের শিকার হয় ফ্রান্সের (France) ঐতিহ্যবাহী প্রাচীন নোতরদাম ক্যাথিড্রাল (Notre Dam Cathedral)। ভেঙে পড়েছিল প্রায় ১০০ ফুট দীর্ঘ প্রকাণ্ড চার্চ স্পায়ার। কাঠের তৈরি ছাদ, মেঝে— সবটাই ধ্বংস হয়ে গিয়েছিল আগুনের লেলিহান শিখায়। এবার ঐতিহ্যবাহী এই গির্জার সংস্কার করতে গিয়েই ক্যাথিড্রালের নিচে শায়িত প্রাচীন একটি সারকোফেগাস (Sarcophagus) আবিষ্কার করলেন প্রত্নতাত্ত্বিকরা। 

এর আগেও বহু গির্জার সংস্কারের সময়ই চোখে পড়েছে এমন ঘটনা। এমনকি কলকাতার সেন্ট পলস গির্জাতেও এক পাদ্রির দেহাবশেষ সংরক্ষিত কফিনের সন্ধান পেয়েছিলেন প্রত্ন বিশেষজ্ঞরা। তবে নোতরদামে খুঁজে পাওয়া সারকোফেগাসটির বাকিদের তুলনায় বেশ খানিকটা আলাদা। মূলত, তার আকার এবং গঠনই তাকে অনন্য করে তুলেছে বাকিদের থেকে। না, প্রচলিত কোনো কফিন নয়। বরং, এই সারকোফেগাসের আকৃতি হুবহু মানবদেহের মতোই। অনেকটা প্রাচীন মিশরীয় সভ্যতায় ব্যবহৃত সারকোফেগাসগুলির মতো। পাশাপাশি কাঠের বদলে তা তৈরি সীসা দিয়ে। 

নোতরদাম গির্জার মূল মেঝে কাঠের তৈরি হলেও, তার তলায় রয়েছে একাধিক পাথরের স্তর। যার কোনোটির বয়স আড়াইশো বছর, আবার কোনো কোনো স্তর নির্মিত হয়েছিল দ্বাদশ শতকে। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ১৪তম পাথরের স্তরের নিচে প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেয়েছেন এই ঐতিহাসিক সারকোফেগাসটি। গবেষকদের মতে যার আনুমানিক বয়স প্রায় আটশো বছর। 

তবে সারকোফেগাসে স্বয়ংক্রিয় মোবাইল ক্যামেরায় প্রবেশ করিয়ে অভ্যন্তরীণ ছবি তুলে বেশ অবাকই হয়েছেন গবেষকরা। প্রায় আটশো বছর বয়স হলেও প্রাচীন এই সারকোফেগাসের মধ্যে এখনও সম্পূর্ণভাবে সংরক্ষিত রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তির দেহাবশেষ। ক্যামেরায় ধরা পড়েছে কাপড়ের টুকরো, চুল ও অন্যান্য দেহাবশেষ। ফলে, সারকোফেগাস ও দেহাবশেষের বিশ্লেষণে মধ্যযুগীয় ফ্রান্সের উল্লেখযোগ্য কোনো ঘটনার সন্ধান মিলতে পারে বলেই আশাবাদী গবেষকরা। তাঁদের প্রাথমিক অনুমান, সংশ্লিষ্ট সারকোফেগাসে শায়িত ব্যক্তি তৎকালীন ফ্রান্সের কোনো প্রভাবশালী ব্যক্তি কিংবা স্বয়ং গির্জার পাদ্রিও হতে পারেন।

২০১৯ সালে নোতরদাম ক্যাথিড্রালের অগ্নিকাণ্ডের পর, ফ্রান্সের রাষ্ট্রপতি এম্যানুয়েল ম্যাক্রন প্রতিশ্রুতি দিয়েছিলেন পাঁচ বছরের মধ্যেই সম্পূর্ণ ‘সুস্থ’ করে তুলবেন ঐতিহাসিক গির্জাটিকে। দীর্ঘ দু’বছরের প্রচেষ্টার পর এবার ক্রমশ তার হারানো জৌলুশ ফিরে পেতে চলেছে নোতরদাম। আগামী ২৫ মার্চ পর্যন্ত চলবে নোতরদাম ক্যাথিড্রালের খননকার্য। তারপরই শুরু হবে পুনর্নির্মাণ। অপেক্ষা আর মাত্র কয়েক দিনের…

Powered by Froala Editor

Latest News See More