কথায় বলে দাঁত থাকতে কেউ দাঁতের মর্যাদা বোঝে না। এই দাঁত কেবল আজকে নয়, আজ থেকে ৮৫০০ বছর আগেও মানুষের কাছে অমূল্য ছিল। তাই অলঙ্কার হিসেবে মানুষের দাঁতকে সে যুগে ব্যবহার করা হত। তুরস্কে নিওলিথিক যুগের খননকার্য নিয়ে গবেষণায় ইতিহাসবিদরা খুঁজে পেলেন এমনই চমকপ্রদ তথ্য।
ইউনিভার্সিটি অফ কোপেনহেগেনের আর্কিওলজিস্ট স্কট হ্যাডোর মতে, এই দাঁতকে ফুটো করে তা গলায় নেকলেস বা হাতে ব্রেসলেট বানিয়ে পড়া হত। মৃত্যুর পর পরিণত মানুষদের দাঁত দিয়ে বানানো হত পেনডেন্ট। অনুমান করা হয়, খুঁজে পাওয়া এই পেন্ডেন্টির দাঁত কোনো ৩০-৫০ বছর বয়সি মানুষের হবে।
কবরে শায়িত কোনো মানুষের দাঁত বা হাড় থেকেই এ-ধরণের গয়না তৈরি করা হত, অনুমান গবেষকদের। যদিও অনেকের ধারণা, এর পিছনে অন্য কোনও ধার্মিক কারণও জড়িয়ে থাকতে পারে। তবে দাঁতের মর্যাদা সে-যুগে মৃত্যুর পরেও কতখানি ছিল, তা জানতে আগামী দিনে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন।