ডাক্তারি প্রেসক্রিপশন পড়তে গিয়ে হোঁচট খাননি এমন মানুষ পাওয়া দুর্লভ। চিকিৎসকদের এই হস্তাক্ষরের জন্যই অসুবিধায় পড়তে হয়েছে বহু রোগীকে। এই দুর্বোধ্য হস্তাক্ষরের প্রেক্ষিতে এবার রায় দিল উড়িষ্যা উচ্চ আদালত। চিকিৎসকদের হাতের লেখা যাতে সহজবোধ্য হয়, তার জন্য উড়িষ্যা সরকারকে বিশেষ বিজ্ঞপ্তি ঘোষণার জন্য আদেশ দিল আদালত।
উড়িষ্যা হাইকোর্টে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি জামিনের জন্য আবেদন করেছিলেন তাঁর স্ত্রী-র চিকিৎসার জন্য। জমা দিয়েছিলেন বেরহামপুর এমকেসিজি হাসপাতালের বেশ কিছু মেডিক্যাল সার্টিফিকেটও। তবে হাইকোর্টের পক্ষে দুষ্কর হয়ে উঠেছিল সেই সার্টিফিকেটের পর্যবেক্ষণ। যার কারণে একমাসের জামিন পেতেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল ওই ব্যক্তিকে।
এই ঘটনার প্রেক্ষিতেই বিচারপতি এসকে পানিগ্রাহী সিদ্ধান্ত নেন। জানান, দুর্বোধ্য হস্তাক্ষরের জন্য অনেক সময়ই রোগীদের প্রাণহানির মুখে পড়তে হচ্ছে। এমনকি এই হাতের লেখা অনেক সময় অন্য চিকিৎসকের বোঝার পক্ষেও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। উড়িষ্যা হাইকোর্ট জানায়, এবার থেকে প্রেসক্রিপশন লিখতে হবে বড়ো হাতের অক্ষরেই। চিকিৎসকদের খেয়াল রাখতে হবে প্রেসক্রিপশনের সহজপাঠ্যতার বিষয়ে।
এই নতুন নিয়ম চালু হলে চিকিৎসকদের অত্যধিক কিছু সময় নষ্ট হবে ঠিকই। তবে সমাপ্তি হবে রোগীদের দীর্ঘদিনের ভোগান্তির। রাজ্যের মুখ্যসচিবের কাছে এই বিজ্ঞপ্তির খসড়া প্রস্তুত করার আবেদন করেছেন বিচারপতি পানিগ্রাহী। খুব শীঘ্রই চালু হবে এই নিয়ম, জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগে এই একই পথে পৃথক পৃথকভাবে হেঁটেছিল ঝাড়খন্ড ও মহারাষ্ট্রও। সহজপাঠ্য করার জন্য প্রেসক্রিপশনে ওষুধে জেনেরিক নাম উল্লেখের জন্যেও ২০১৫ সালে নির্দেশ দিয়েছিল এইএমএ...
আরও পড়ুন
হিন্দুদের পারিবারিক সম্পত্তির সমান অংশীদার মেয়েরাও, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের
Powered by Froala Editor