নতুন রেকর্ড রাজ্যে, একদিনে ভাইরাসে আক্রান্ত হলেন সাড়ে ছ’শো মানুষ

রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমশ চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। আক্রান্তের সংখ্যা ৫০০-র গণ্ডি পেরিয়েছিল কয়েকদিন আগেই। এরই মধ্যে ছ’শো ছুঁল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ৬৫৩ জন। যা দৈনিক আক্রান্তের নিরিখে ছাপিয়ে গেল আগের সমস্ত রেকর্ড। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৯০৭। অর্থাৎ প্রায় ১৮ হাজার।

প্রতিদিন যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা সামাল দেওয়াই নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য দপ্তরের কাছে। মোকাবিলা করতে কোভিড স্পেশাল হাসপাতালের সংখ্যা বাড়ানোর কথাও ভাবছে রাজ্য। তবে এর মধ্যেই আশার আলো জোগাচ্ছেন চিকিৎসকরা। একদিকে যেমন বেড়েছে আক্রান্তের সংখ্যা, তেমনই অন্যদিকে আরো খানিকটা বাড়ল সুস্থতার হার। রাজ্যে করোনামুক্ত হয়েছে ৬৫.৪৪ শতাংশ মানুষ।

তবুও এখনো নজরদারিতে রয়েছেন প্রায় ৭৮ হাজার মানুষ। তাঁদেরকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। তাঁদের পরীক্ষা হলে আরো বাড়তে পারে আক্রান্তের সংখ্যা, আশঙ্কা তারই। দেশের সবথেকে বেশি করোনা সংক্রমিত প্রথম ৮টি রাজ্যের মধ্যেই রয়েছে বাংলা। দিন দিন ভয়ঙ্কর আকার নিচ্ছে সংক্রমণ। রাজ্যে বেড়েই চলেছে কন্টেনমেন্ট জোন। ক্রমশ গ্রিন জোনগুলিতেও ছড়াচ্ছে ভাইরাসের সংক্রমণ। ৩১ জুলাই অবধি লকডাউন থাকলেও কার্যত শিথিল রয়েছে সবকিছুই। পাশাপাশি চালু হতে চলেছে মেট্রোরেলও। এসবের মধ্যে পরিস্থিতি কি আয়ত্তে আনা যাবে? সেই প্রশ্নই এখন ঘুরছে রাজ্যের সব মহলে...

Powered by Froala Editor

Latest News See More