রাজ্যে করোনা-আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে দাঁড়াল ৭। বালিগঞ্জের আক্রান্ত যুবকের মা, বাবা আর বাড়ির পরিচারিকার শরীরে ধরা পড়েছে করোনার জীবাণু। আর এ-নিয়েই এখন তোলপাড় সর্বত্র।
আরও পড়ুন
বিদেশের সঙ্গে যোগ নেই, করোনায় আক্রান্ত দমদমের বৃদ্ধ – কী অপেক্ষা করছে ভবিষ্যতে?
কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন লন্ডনফেরত বালিগঞ্জের ওই তরুণ। কলকাতা তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় করোনা-আক্রান্ত তিনি। এবার তাঁর পরিবারের সদস্যদের মধ্যেও এই সংক্রমণ নিঃসন্দেহে চিন্তার ভাঁজ ফেলেছে সকলের কপালে। এর আগে তরুণের মা, বাবা ও বাড়ির পরিচারিকাকে রাখা হয়েছিল রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে। গতকালই তাঁদের স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডিতে। আর আজ লালার নমুনা পরীক্ষার পর, তাঁদের শরীরে করোনার ভাইরাসের হদিশ পাওয়া যায়।
আরও পড়ুন
শুধু সাধারণ নাগরিকই নন, নিয়ম ভাঙছেন বিদেশ-ফেরত ডাক্তাররাও, সচেতনতার ঘাটতি সর্বত্র
গতকাল পর্যন্ত এ-রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪। একলাফে তা সাতে পৌঁছে যাওয়ায়, স্বভাবতই উৎকণ্ঠা সর্বত্র। এবং এই তিন আক্রান্তের সঙ্গে সরাসরি বিদেশ-যোগ নেই। ছেলের থেকেই ভাইরাস পেয়েছেন তাঁরা। এটা কি স্টেজ থ্রি সংক্রমণের অশনি সংকেত? লকডাউনের আগের রাতে, এই প্রশ্ন নিঃসন্দেহে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল।