প্রতিযোগিতায় একের পর এক প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে এখন তিনি শীর্ষস্থানে। অন্তত আগামী কয়েক বছরের মধ্যে তাঁর রেকর্ড ভাঙতে পারবেন না কেউই। কিন্তু শীর্ষস্থানে পৌঁছে গেলেই কি প্রতিযোগিতা শেষ হয়ে যায়? না, তেমনটা ভাবতে মোটেই রাজি নন নোভাক জকোভিচ। ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে টেনিস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের শিরোপা এখন তাঁর মাথায়। কিন্তু নিজের রেকর্ডকেই আবারও ভাঙতে চান জকোভিচ। একটি ট্রফিও অবহেলায় হারাতে রাজি নন তিনি।
জকোভিচের আগে সবচেয়ে বেশি সময় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন থাকার রেকর্ড ছিল রজার ফেডেরারের। ৩১০ সপ্তাহ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিলেন তিনি। আর গত ৮ মার্চ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জকোভিচ পা দিলেন ৩১১ সপ্তাহে। তাঁর এই সাফল্য উদযাপনের জন্য অনুষ্ঠানেরও আয়োজন করেছিলেন খেলোয়াড়ের পরিজন ও শুভানুধ্যায়ীরা। তবে সবকিছুর মধ্যে নিরুত্তাপ তিনি। তাঁর সামনে এখন এটিপি ফাইনাল এবং অস্ট্রেলিয়ান ওপেন জয়ের প্রস্তুতি। আর তার থেকেও বড়ো অপেক্ষা, দীর্ঘদিন পর ফেডেরারের মুখোমুখি হওয়ার।
জকোভিচের রেকর্ড জয়ের খবরে আনন্দ প্রকাশ করেছেন ফেডেরারও। দুই প্রতিভাবান টেনিস তারকা একে অন্যের প্রতিভায় মুগ্ধ। ২০২০ সালে জকোভিচের সঙ্গে শেষ খেলা থেকেই বিদায় নিয়েছিলেন ফেডেরার। হাঁটুর গুরুতর চোট দুবার অস্ত্রোপচারের পর সুস্থতার পথে। আর কয়েক মাসের মধ্যেই হয়তো আবার মুখোমুখি হবে জকোভিচ এবং ফেডেরার।
ফেডেরারের কথায়, প্রতিদ্বন্দ্বী সমান যোগ্যতার না হলে খেলায় মন ভরে না। জকোভিচ এবং ফেডেরার তাই লনের দুই প্রান্তে থাকলেও একে অপরের বন্ধু। সেই বন্ধুত্বের টান যেমন আছে, তেমনই আছে একের পর এক ট্রফি জয়ের হাতছানিও। যেদিন টেনিস খেলতে শুরু করেছিলেন, সেদিন যে উদ্দীপনা ছিল, আজও তা কমেনি বলেই জানিয়েছেন জকোভিচ। তাই সাময়িক সাফল্যের আত্মতৃপ্তিতে কোনো ট্রফি হাতছাড়া করা খেলোয়াড়সুলভ নয়। একজন খেলোয়াড়ের জীবনে প্রতিটি খেলাই সমান গুরুত্বপূর্ণ, রেকর্ড জয়ের মুহূর্তে এই বার্তাই দিতে চান তিনি।
আরও পড়ুন
অলিম্পিকে প্রথমবার কোনো ভারতীয় দম্পতি, ইতিহাস তৈরির পথে অতনু-দীপিকা
Powered by Froala Editor