পানের অযোগ্য কর্নাটকের প্রতিটি নদীর জলই, চিন্তায় পরিবেশবিদরা

একসময় নদীর তীরেই গড়ে উঠেছিল সভ্যতা। নিজের প্রয়োজনে নদীর জল ব্যবহার করে এসেছে মানুষ। কিন্তু আজ পরিস্থিতি বদলে যাচ্ছে দ্রুত। দূষণ এক এক করে থাবা বসাচ্ছে সবকিছুর ওপর। এমন অবস্থা, কর্নাটকের একটিও নদীর জল আজ পানযোগ্য নেই!

সম্প্রতি ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল দক্ষিণের নদীগুলোর ওপর একটি সমীক্ষা চালিয়েছিল। সেখানেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর রিপোর্ট। এমনকি, ‘দক্ষিণের গঙ্গা’ কাবেরীর অবস্থাও অত্যন্ত খারাপ। নদীর শুদ্ধতার তালিকায় ‘সি’ ক্যাটাগরিতে নেমে এসেছে। তবে অনেক নদী তার থেকেও নিচে। কর্ণাটকের স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের কোয়ালিটি কন্ট্রোল ডেটাতেও উঠে এসেছে এই ছবি। যা নিয়ে চিন্তায় পড়েছেন পরিবেশবিদরা।

ভারতে নদীগুলোর অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। নানা প্রকল্প, উদ্যোগ নেওয়া হলেও, খুব একটা উন্নতি হয়েছে বলে মনে করছেন না সাধারণ মানুষ। গঙ্গার অবস্থা কতটা খারাপ, সেটা নতুন করে বলার অপেক্ষা নেই। কর্ণাটকের নদীগুলো নিয়ে এই রিপোর্ট আবারও সেই কথাই বলল। নদীকে যদি মাতৃজ্ঞানেই শ্রদ্ধা করি, তাহলে এমন অবস্থা কেন? বারবার এই প্রশ্নটা তোলা হয়। কিন্তু দিনের শেষে, কোনো পরিবর্তন হয় না।

Latest News See More