কল্পনা চাওলার নামাঙ্কিত মহাকাশযান, পাড়ি দিতে পারে এ-মাসেই

কল্পনা চাওলা। নামটা আজও প্রত্যেক ভারতীয়ের মনে থেকে গিয়েছে। ২০০৩ সালে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশচারীকে নিয়ে অনেক স্বপ্ন ছিল দেশবাসীর। কিন্তু সেই মহাকাশযান পৃথিবীতে ফিরে আসার আগেই দুর্ঘটনার মুখে পড়ে। মহাকাশেই প্রাণ হারান কল্পনা সহ আরও ৬ জন। তারপর ১৭ বছর পেরিয়ে গিয়েছে। কল্পনা চাওলাকে সম্মান জানাতে অবশেষে এগিয়ে এল নরথ্রপ গ্রামেন কোম্পানি। এমাসের শেষেই মহাকাশের উদ্দেশ্য রওয়ানা হবে স্পেসশিপ কল্পনা চাওলা।

এই এনজি-১৪ সিগনাস মহাকাশযানের উৎক্ষেপণের দিন স্থির করা হয়েছে ২৯ সেপ্টেম্বর। ভার্জিনিয়া স্পেসের মিড-অ্যাটলান্টিক রিজিওনাল স্পেসপোর্ট থেকে থেকে উৎক্ষেপণ হবে। নরথ্রপ গ্রামেন কোম্পানির সূত্রে জানানো হয়েছে, প্রত্যেক সিগনাস মহাকাশযানের নামকরণ করা হয় কোনো বিখ্যাত মহাকাশচারীর নামে। সেখানে কল্পনা চাওলার নাম সত্যিই উল্লেখযোগ্য। তাঁর নামে মহাকাশযানের নাম রাখতে পেরে আনন্দ প্রকাশ করেছে কোম্পানি। সেইসঙ্গে নাসার তরফ থেকেও এই খবর জানিয়ে প্রাক্তন মহাকাশচারীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।

হরিয়ানার করনাল গ্রামের মেয়ে কল্পনা ছোটো থেকেই স্বপ্ন দেখতেন মহাকাশে পাড়ি দেওয়ার। তাই একজন প্রযুক্তিবিদ হিসাবে নাসায় গেলেও বারবার চেয়েছেন মহাকাশচারী দলে অংশ নেওয়ার। অবশেষে সেই সুযোগ এল ২০০৩ সালে। ১৬ জানুয়ারি কলম্বিয়া মহাকাশ যানে চড়ে পাড়ি দেন তিনি। কিন্তু সেই অভিযান শেষ পর্যন্ত সফল হল না। পৃথিবীতে পা রাখার ঠিক আগেই ১ ফেব্রুয়ারি ধ্বংস হয়ে যায় কলম্বিয়া। কিন্তু ভারতীয়দের মধ্যে মহাকাশ নিয়ে যে স্বপ্ন কল্পনা বুনে দিয়ে গিয়েছিলেন, তার প্রবাহ আজও সমানে চলেছে।

এনজি-১৪ সিগনাস মহাকাশযানে স্পেসস্টেশনের জন্য মোট ৮০০০ পাউন্ড মাল পরিবহন করে নিয়ে যাবে। নাসার তরফ থেকে জানানো হয়েছে উৎক্ষেপনের ঠিক একদিন আগে সমস্ত মাল পৌঁছে দেওয়া হবে। প্রাক্তন এই ভারতীয় মহাকাশচারীর স্মৃতিতে এমন একটি ঘোষণা ভারতবাসীর জন্য সত্যিই সুখবর।

আরও পড়ুন
২০২১-এর শুরুতেই চাঁদে পাড়ি দিতে পারে চন্দ্রযান-৩

Powered by Froala Editor

Latest News See More