আপনি একটি চারাগাছ কিনলেন। আর সেই টাকাটা চলে গেল গ্রামের সেই মানুষদের কাছে, যারা টাকা রোজগারের আর উপায় না পেয়ে গাছ কাটে। বন পুড়িয়ে কৃষিকাজ করে। ঠিক এই কাজটিই করছে ‘হেলথ ইন হারমনি’ নামের একটি সংস্থা। বিশ্বের যে-কোনো প্রান্তের মানুষ এই কাজটি করতে পারবেন বলে জানিয়েছে তারা।
পোর্টল্যান্ডের এই সংস্থাটির মূল লক্ষ্য ট্রপিকাল ফরেস্ট এবং সেখানকার গাছ। বিশ্বের অন্যতম সমৃদ্ধ বাস্তুতন্ত্র দেখা যায় ট্রপিকাল রেনফরেস্টে। শুধু গাছই নয়, প্রাণীজগতেরও নানা বৈচিত্র্য রয়েছে এখানে। তবে এখানের বিভিন্ন জায়গায় গাছের সংখ্যা কমে আসতে আরম্ভ করেছে। একটা কারণ, মানুষের কার্যকলাপ। যেমন, বোর্নিও এবং মাদাগাস্কার দ্বীপ। এখানকার আদিবাসী মানুষরা গাছ কেটে, বা জঙ্গল পুড়িয়ে চাষ করে জীবিকা নির্বাহ করেন।
কিন্তু এসব করলে তো তাঁরাই নিজেদের ঘর হারাবেন। পরিবেশেরও ক্ষতি হবে। সেটা এই দ্বীপের গ্রামগুলিও জানে। কিন্তু, তাঁরা অপারগ। তাঁদের কাছে টাকা রোজগারের অন্য কোনো রাস্তা নেই। বাধ্য হয়েই এটা করতে হয় তাঁদের। নাহলে যে খাবার জুটবে না…
এবার এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর সঙ্গেই পরিবেশের কথাও চিন্তা করেছে ‘হেলথ ইন হারমনি’ সংস্থাটি। তাই বিশ্বের সমস্ত মানুষের কাছে আবেদন জানিয়েছে তারা। একটি ট্রপিকাল গাছের চারা কিনলেই, সেই টাকা চলে যাবে বোর্নিও, মাদাগাস্কারের মতো জায়গায়। ওখানকার মানুষরাও টাকা পাবেন হাতে। ধীরে ধীরে এইসব কাজ থেকেও সরে আসবেন তাঁরা। তাঁদেরও উন্নতি হবে; বাঁচবে পরিবেশও।