প্রতিটি বিভাগে প্রাপকদের নাম ঘোষণা হয়ে গিয়েছে আগেই। এখন অপেক্ষা শুধু প্রাপকদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া। তবে এবছর যে স্টকহোমের ঐতিহাসিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে না, সেই ঘোষণা ছিল আগেই। করোনা ভাইরাসের সংক্রমণের জন্য এবারের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাসে এই প্রথম বাতিল হল স্টকহোমের অনুষ্ঠান। অবশ্য শেষদিকে শোনা গিয়েছিল ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় অবশেষে ডিসেম্বর মাসেই অনুষ্ঠানের সিদ্ধান্ত নিচ্ছে নোবেল ফাউন্ডেশন। কিন্তু শেষ পর্যন্ত স্টকহোম সূত্রে সেই গুজব উড়িয়ে দেওয়া হল। জানিয়ে দেওয়া হয়েছে, আগের ঘোষণা মতোই এক সপ্তাহের একটি অনলাইন অনুষ্ঠানে প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
আগামী সোমবার ১৪ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে নোবেল পুরস্কার বিতরণ চলবে। প্রথমেই সোমবার পুরস্কার তুলে দেওয়া হবে রসায়নের প্রাপক ইমান্যুয়েল শার্পেন্টিয়ার এবং জেনিফার ডাউডনার হাতে। তাঁরা বার্লিন এবং বার্কলে শহরে নিজের নিজের বাড়িতে উপস্থিত থাকবেন। এবছর নোবেল শান্তি পুরস্কারের অসলো সম্মেলনও অনুষ্ঠিত হচ্ছে না। বদলে সেটাও রোম শহরে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত হবে।
ঐতিহাসিক নোবেল পুরস্কার অনুষ্ঠান অনলাইনে অনুষ্ঠিত হওয়ায় অবশ্য খুশি নন অনেকেই। তবে তাঁদের সম্পূর্ণ হতাশ হওয়ার কোনো কারণ নেই বলেই জানিয়েছে নোবেল ফাউন্ডেশন। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালের অনুষ্ঠানেই ডেকে নেওয়া হবে এবছরের প্রাপকদেরও। তবে এখন করোনা পরিস্থিতির মধ্যে এটুকু সতর্কতা নিতেই হবে। সেইসঙ্গে এক সপ্তাহের অনলাইন অনুষ্ঠানের শরিক হতে সবাইকেই আহ্বান জানিয়েছে নোবেল ফাউন্ডেশন।
Powered by Froala Editor