ডোরাকাটা দাগ নেই, জন্মেই বিখ্যাত বিরল জেব্রা 'টিরা'

ছোট থেকে জেব্রা বলতে আমাদের কাছে সাদা-কালো ডোরাকাটা এক শান্ত প্রাণীর ছবিই ভেসে ওঠে। টিভিতে হোক বা সামনা-সামনি, জেব্রার সৌন্দর্য চোখ টানে সবারই। সম্প্রতি মাসাইমারা জাতীয় বন্যসংরক্ষণ কেন্দ্রে দেখা গেল পলকা ডট দেওয়া এক বিরল প্রজাতির জেব্রা, যার ছবি ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল।

এই ধরণের জেব্রার হদিশ পেয়ে উত্তেজিত বিজ্ঞানীরা। ফোটোগ্রাফার ফ্র‍্যাঙ্ক লিউ গন্ডারের খোঁজ করতে গিয়ে এই ধরণের জেব্রার খোঁজ পান। ইতিমধ্যে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে এই সদ্যজন্মানো জেব্রাটি।

অ্যান্টনি টিরা নামের এক মাসাই গাইড প্রথম এই ধরণের জেব্রা লক্ষ্য করেছিলেন এবং এটিকে 'টিরা' নাম দেন। বিজ্ঞানীদের দাবি, জেব্রার গায়ে সঠিক ভাবে সাদা-কালো দাগ না উঠলে এ ধরণের অপরিণত দাগ দেখা যায়।

কারণ সঠিকভাবে না জানা গেলেও, পর্যটক ও বিজ্ঞানীদের মধ্যে এই ধরণের জেব্রা নিয়ে উত্তেজনা বেড়েছে।