নিউটাউনে বাড়ির ছাদে বাগান বাধ্যতামূলক, অন্যথায় মিলবে না নির্মাণের অনুমোদন

গাছের সংখ্যা কমে আসছে দিনদিন। নগরায়ণের কারণে দিন দিন ইঁট-কাঠ-পাথরের জঙ্গলে ঢাকা পড়ে যাচ্ছে সবুজ। তার মধ্যেই আমফানের তাণ্ডব লণ্ডভণ্ড করে দিয়ে গেছে গোটা রাজ্যকে। উপড়ে পড়েছে অসংখ্য গাছ। সেই সবুজ ফিরিয়ে আনতেই অভিনব এক উদ্যোগ নিল এনকেডিএ (নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন)। এবার থেকে নিউটাউনের যে-কোনো বাসস্থানের নির্মাণকার্যে ছাদে বাগান করলে তবেই মিলবে অনুমোদন।

কমপ্লেক্স হোক কিংবা ব্যক্তিগত বাড়ি কিংবা কোনো কার্যালয়। সব কিছুর ক্ষেত্রেই আবশ্যিক করা হয়েছে রুফ-টপ গার্ডেনের পরিকল্পনা। বাড়ির নকশায় ছাদে বাগানের পরিকাঠামো না থাকলে মিলবে না নির্মাণের অনুমোদন। ইতিমধ্যেই এই নিয়ম-নীতির একটি খসড়া তৈরি করেছে এনকেডিএ। এখন শুধুমাত্র অপেক্ষা পুরদপ্তরের থেকে এই পদক্ষেপে শিলমোহর পড়ার। 

উল্লেখ্য, বছর কয়েক আগেই নিউটাউনেই সিবি ব্লকের একটি মার্কেটের ছাদে তৈরি করা হয়েছিল বাগান। উদ্যোগ নিয়েছিল স্বয়ং এনকেডিএ-ই। যা এলাকার মানুষের মধ্যে বেশ ভালোরকম সাড়া ফেলেছিল। এগিয়ে এসেছিলেন অনেকেই। নিজেদের উদ্যোগেই বাড়ির ছাদে বাগান নির্মাণ করেছিলেন অনেক নাগরিকই।

তবে সকলের কথা ভেবেই যেহেতু এই পরিকল্পনা, তাই বাস্তবায়নের জন্য নতুন কৌশল নিয়েছে এনকেডিএ। বলা হয়েছে বাড়ির ছাদে বাগানের পরিকল্পনা করলে নকশা অনুমোদনে ছাড় মিলবে ২ শতাংশ। জানানো হয়েছে ৫ কাঠার বেশি জায়গায় বাড়ি নির্মিত হলে সেক্ষেত্রে ৪০ শতাংশ ছাদ সংরক্ষণ করতে হবে বাগানের জন্য। জায়গার পরিমাণ ৩ কাঠা ও দেড় কাঠা হলে বাগানের জন্য বাধ্যতামূলক করা হয়েছে যথাক্রমে ২৫ শতাংশ এবং ১০ শতাংশ ছাদ।

আরও পড়ুন
এবার থেকে অনলাইনেই রিচার্জ করা যাবে স্মার্টকার্ড, ঘোষণা কলকাতা মেট্রোর

যে হারে দূষণ বাড়ছে, তার প্রভাবেই দিন দিন পাল্টে যাচ্ছে আবহাওয়া। বাড়ছে পরিবেশের গড় উষ্ণতা। বিঘ্নিত হচ্ছে প্রাকৃতিক ভারসাম্যও। এই সমস্ত সমস্যারই সমাধান বৃক্ষরোপণ। আমফানের পরেই বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছিল কলকাতার প্রশাসন। বিক্ষিপ্তভাবে সামনে এসেছিল বহু মানুষের ব্যক্তিগত উদ্যোগ-ও। তবে সামগ্রিকভাবে অনেকেই বিরত ছিলেন। এবার এই অভিনব পদ্ধতিতেই তাঁদের সবুজায়নে সামিল করার উদ্যোগ নিল এনকেডিএ। যা সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগ যে অনেকটাই কমিয়ে আনবে দূষণকে, সে ব্যাপারে আশাবাদী পরিবেশবিদরাও...

Powered by Froala Editor

আরও পড়ুন
আর্থিক দুশ্চিন্তার প্রেক্ষিতে ‘ভালোই আছে’ কলকাতা, বক্তব্য সমীক্ষার

Latest News See More