গত নভেম্বর মাসে বাজারে এসেছিল নাইকি কোম্পানির বিশেষ জুতো 'এয়ার জুম পালস'। বিশেষভাবে স্বাস্থ্যকর্মীদের জন্য তৈরি করা হয়েছিল এই জুতো। এর বিশেষ উপাদান অতি সহজে ধুয়ে ফেলা যায়। সেইসঙ্গে একটানা প্রায় ১২ ঘণ্টা ব্যবহার করা এবং পাঁচ মাইল পর্যন্ত হাঁটার ক্ষেত্রে উপযোগী এই জুতো। আর কোম্পানির এই পণ্যটি বাজারে আসার কিছুদিনের মধ্যেই এসে পড়ল মহামারী করোনা। এর মধ্যে সারা পৃথিবীতে স্বাস্থ্যকর্মীদের ব্যস্ততার কোনো সীমা নেই। মহামারীর মোকাবিলায় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অগ্রণী ভূমিকাকে কুর্নিশ জানাচ্ছেন প্রত্যেকেই। নাইকি কোম্পানিও তার ব্যতিক্রম নয়। ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের এই সৈনিকদের পাশে দাঁড়াতে কোম্পানি বিনামূল্যে ১০ হাজার জোড়া জুতো বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
নাইকি কোম্পানি এই জুতো বিতরণ করবে ইউরোপ এবং আমেরিকার বিজিন্ন দেশে। এই কাজে সাহায্য করবে একটি অলাভজনক সংস্থা 'গুড৩৬০'। ইতিমধ্যে আমেরিকার শিকাগো, লস অ্যাঞ্জেলস, মেমফিস এবং নিউ ইয়র্ক শহরে এই জুতো বিতরণের কাজ শুরু হয়ে গিয়েছে। ইউরোপের লন্ডন, প্যারিস, মিলান, বার্সেলোনা, বার্লিন এবং বেলজিয়াম শহরের হাসপাতালগুলিতেও খুব শিগগিরই পৌঁছে দেওয়া হবে এই জুতো।
চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিউ ইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও। এই উদ্যোগের পাশাপাশি ২৫ মিলিয়ন ডলারের একটি প্যাকেজ ঘোষণা করেছে নাইকি কোম্পানি। ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে প্রায় ২৯ লক্ষ পিপিই এবং ২৫ লক্ষ মাস্ক বিতরণ করেছে কোম্পানি। সেইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলেও মোটা অঙ্কের অর্থ দান করেছে। তার পাশাপাশি এই অভিনব উদ্যোগের প্রশংসা জানিয়েছেন অনেকেই।