সন্ত্রাসবাদের প্রকোপ চলবে আরও ২০ বছর, সতর্ক করলেন নাইজেরিয়ার সেনাপ্রধান

বিগত এক দশক ধরে ধর্মীয় সন্ত্রাসবাদের কদর্য চেহারা দেখে আসছে নাইজেরিয়া। পশ্চিম আফ্রিকায় ইসলামিক রাষ্ট্র গঠনের অ্যাজেন্ডা নিয়ে বারবার গেরিলা আক্রমণের জন্য প্রস্তুত হয়েছে বোকো হারাম সংগঠন। এই ১০ বছরেও তার কোনো মীমাংসা হয়নি। এমনকি আরও অন্তত ২০ বছর এই সংঘর্ষ চলবে বলে সম্প্রতি সতর্ক করেছেন নাইজেরিয়ার সেনাপ্রধান।

বিশেষজ্ঞদের মতে, নাইজেরিয়ার বুকে এই সন্ত্রাসবাদী আগ্রাসন স্বাভাবিক ঘটনা নয়। বোকো হারামের উত্থানের পিছনে আসলে বৈদেশিক হাত আছে। তবে ২০০৯ সালে বোকো হারাম নেতা মহম্মদ ইউসুফ হত্যার পরেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ২০১১ সালের মধ্যে দ্বিতীয় খিলাফৎ আন্দোলনের ডাক দেয় বোকো হারাম। এর মধ্যে অবশ্য ২০১৫ এবং ২০১৬ সালে দুবার মধ্যস্থতার পথ খুঁজেছিল নাইজেরিয়া সরকার। কিন্তু ২০১৭ সাল থেকে আবারও সমস্ত মধ্যস্থতা অগ্রাহ্য করে গেরিলা আক্রমণ চালাতে থাকে বোকো হারাম।

চলতি বছরেই নাইজেরিয়ায় ৩৫টি সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটে। যার অধিকাংশই ঘটেছে উত্তর নাইজেরিয়ায়। পাশাপাশি সন্ত্রাসবাদীদের দমনের জন্য নাইজেরিয়ার সেনাবাহিনী এবং গোয়েন্দা বিভাগও তৎপর হয়ে রয়েছে। কিন্তু ধর্মীয় মৌলবাদ যখন সারা পৃথিবীতে ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে, তখন কি আদৌ এই লড়াই জিততে পারবে নাইজেরিয়া? এই প্রশ্নের উত্তর জানেন না কেউই।

Powered by Froala Editor

Latest News See More