এলগার পরিষদ মামলায় তলব বিজ্ঞানী পার্থসারথি রায়কে, এনআইএ-র পদক্ষেপে বিতর্ক

কলকাতার অন্যতম সমাজসেবী, বিজ্ঞানী ও আইআইএসইআর কলকাতার অধ্যাপক পার্থসারথি রায়কে এবার তলব করল এনআইএ। ভীমা কোরেগাঁও কাণ্ড এবং এলগার পরিষদ তাঁর যোগ রয়েছে বলেই সন্দেহ করছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ১০ সেপ্টেম্বর সকাল ১১টায় তাঁকে মুম্বাইয়ের অফিসে ডেকে পাঠিয়েছে এনআইএ।

অধ্যাপক পার্থসারথি রায়কে বারবার দেখা গেছে সরকারের বিরুদ্ধে সরব হতে। পশ্চিমবঙ্গের একাধিক আন্দোলনে সক্রিয় অংশ নেওয়ার পাশাপাশিই উড়িষ্যার আন্দোলনেও সামিল হয়েছিলেন তিনি। ২০১২ সালে গ্রেপ্তার হয়েছিলেন নোনাডাঙা আন্দোলনের সময়। এনআইএ-র কর্মকর্তারা তাঁকে বিশ্ববিদ্যালয়ে নোটিশ দিতে এলে কোভিড পরিস্থিতির কারণে দেখা করেননি। তবে তারপর মেল আসে তাঁর কাছে। এ বিষয়ে আইনজীবীর পরামর্শ নেবেন তিনি, সূত্রের খবর এমনটাই।

ভীমা কোরেগাঁও যুদ্ধের ২০০ বছর পূর্তি উপলক্ষে ২০১৭ সালে ৩১ ডিসেম্বর পুনেতে নিষিদ্ধ নকশাল সমিতি আয়োজন করেছিল এলগার পরিষদের। তার ঠিক পরের দিনই ভীমা কোরেগাঁও কাণ্ডের হিংসাত্মক পরিস্থিতির সাক্ষী হয় পুনে। এই মামলার দায়িত্ব পরবর্তীকালে পুনে পুলিশের থেকে হস্তান্তরিত হয় এনআইএ-র কাছে। প্রাথমিকভাবে এই সভার আয়োজক সংস্থা এবং শীর্ষস্থানীয় ব্যক্তিদের জেরা করেছিল পুলিশ।

এলগার পরিষদের সঙ্গে জড়িয়ে ছিলেন গুজরাট এমএলএ জিগনেশ মেওয়ানি, জেএনইউ-এর প্রাক্তন ছাত্র উমঅর খালিদ, ভারভারা রাও, সুধা ভরতদ্বাজ-সহ বেশ কিছু উল্লেখযোগ্য সক্রিয় আন্দোলনকারীরা। আইনানুগ জেরার করার জন্য ডেকে পাঠানো হলেও তিন মাসের মধ্যেই কারাদণ্ডের আদেশ দিয়েছিল এনআইএ। বন্দি হয়েছিলেন দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, রাঁচির বেশ কিছু সক্রিয় আন্দোলনকারী এবং আইনজীবীও। 

আরও পড়ুন
হাসপাতাল থেকে আবার জেল, সুস্থতাতেও রেহাই নেই কবি ভারভারা রাও-এর

এনআইএ জানিয়েছে, পুরোপুরি না হলেও আংশিকভাবে দাঙ্গা ছড়ানোর পিছনে হাত রয়েছে এলগার পরিষদের। তবে এই ঘটনাকে বুদ্ধিজীবীদের কণ্ঠরোধ করার চক্রান্ত বলে তীব্র নিন্দা করেছেন বিভিন্ন মানবাধিকার কমিটিগুলি। প্রশ্নের মুখে এনআইএ-এর সিদ্ধান্তও। ভারভারা রাওয়ের গ্রেপ্তার এবং সম্প্রতি শারীরিক দুরবস্থার মধ্যেও জামিন না দেওয়া নিয়েও ঝড় উঠেছিল কিছুদিন আগেই। পার্থসারথি রায়কে ডেকে পাঠানোয় আরও একবার সরব হয়ে উঠল সংগঠনগুলি...

Powered by Froala Editor

আরও পড়ুন
মৃত্যুশয্যায় কবি ভারভারা রাও, জানালেন তাঁর আইনজীবী

Latest News See More