বিশ্বের সবচেয়ে ‘কুৎসিত অর্কিড’, বৈজ্ঞানিক নামকরণ করলেন বিশেষজ্ঞরা

পাহাড় আর বর্ষাকাল বললেই চোখের সামনে ভেসে ওঠে একটাই ছবি। পাহাড়ের ঢালে রং ছড়িয়ে দিয়েছে অজস্র অর্কিড। হ্যাঁ, অর্কিড গোত্রের পরজীবী উদ্ভিদরা তাদের সুন্দর চেহারার জন্যই জনপ্রিয়। কিন্তু কোনো অর্কিড কি কুৎসিত হতে পারে? সত্যিই তেমনটা কল্পনা করা কঠিন। তবে সম্প্রতি তেমনই একটি অর্কিডের সন্ধান পাওয়া গেল লন্ডনের কিউ রয়্যাল বোটানিক্যাল গার্ডেনে। এবছরই তার বৈজ্ঞানিক নামকরণ করেন উদ্ভিদ বিশেষজ্ঞরা। আর সেইসঙ্গে একটি ছোট্ট নোটে বলা হয়েছে, এটাই নাকি পৃথিবীর সবচেয়ে কুৎসিত অর্কিড।

গ্যাস্ট্রোডিয়া অ্যাগ্নিসেলাস নামের এই অর্কিডের সন্ধান পাওয়া যায় ২০২০ সালেই। এমন কিম্ভূত চেহারা দেখে প্রথমেই অবাক হয়েছিলেন বিশেষজ্ঞরা। তবে এটা নতুন কোনো প্রজাতি, নাকি কোনো রোগগ্রস্ত অর্কিড, সেটা বোঝা কঠিন ছিল। অবশেষে নানারকম পরীক্ষার পর বোঝা গেল, কোনো রোগের জন্য নয়; বরং সত্যিই এমন কুৎসিত চেহারা এই অর্কিডের। এখনও অবধি কিউ বোটানিক্যাল গার্ডেনের বাইরে কোথাও এই প্রজাতির সন্ধান পাওয়া যায়নি। ফলে প্রথমেই বিপন্ন উদ্ভিদ হিসাবে নথিভুক্ত করা হয়েছে এই উদ্ভিদটিকে। যেহেতু সংরক্ষিত বনাঞ্চলেই সন্ধান পাওয়া গিয়েছে, তাই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

গ্যাস্ট্রোডিয়া ছাড়াও আরও ১৫৬টি নতুন উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণ করা হয় এ-বছর। এর মধ্যে রয়েছে বেশ কিছু ছত্রাক ও শ্যাওলা। তার মধ্যে বেশ কিছু প্রজাতি ইতিমধ্যে বিপন্ন হিসাবে চিহ্নিত হয়েছে। তবে গ্যাস্ট্রোডিয়ার মতো কুৎসিত অর্কিড সত্যিই অবাক করা এক আবিষ্কার।

Powered by Froala Editor

Latest News See More